Skip to content

ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি লাগে

আপনি  কি জানতে চান ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি লাগে? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য| প্রতিটি নাগরিকের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে |কারণ আপনি জন্ম নিবন্ধন ছাড়া কোন কাজে করতে পারবেন না|এছাড়া আপনার সদ্য ভূমিষ্ঠ বাচ্চার জন্য প্রথম ও প্রধান কাজ হল আপনার বাচ্চার জন্ম নিবন্ধন তৈরি করা| এবং এই জন্ম নিবন্ধন ছাড়া আপনার শিশুকে পড়াশোনা থেকে শুরু করে কোন  ক্ষেত্রে অংশগ্রহণ করাতে পারবেন না|

তাই আপনার শিশুর জন্মের সাথে সাথেই জন্ম নিবন্ধন করা উচিত বলে আমি মনে করি| আপনার ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি লাগে |আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই আশা করি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন|

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হলো শিশুর জন্মের পরে সরকারি খাতায় প্রথম নাম লেখানো হল জন্ম নিবন্ধন| একজন শিশুর জাতীয় তথ্য প্রমাণের প্রথম ও প্রধান কাজ হল আপনার শিশুর জন্ম নিবন্ধন করা| এবং এই জন্ম সনদের জন্য আপনি দেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন|

বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে  কি লাগে

একজন শিশুর জন্ম নিবন্ধন করতে প্রয়োজন হবে আবেদনপত্রের প্রিন্ট করা কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইন করা মাতা পিতার জন্ম নিবন্ধন এবং মাতা পিতার জাতীয় পরিচয় পত্র|  এছাড়া শিশুর জন্ম তারিখ সঠিকভাবে প্রধান করতে হবে| কেননা এই তারিখ অনুযায়ী আপনার শিশু জন্ম নিবন্ধন এর নাম লেখাবে| আরো ভালোভাবে জানার জন্য নিচের পদ্ধতি গুলো দেখুন|

০-৪৫ দিনের বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে

জিরো থেকে 45 দিনের বাচ্চাদের ক্ষেত্রে যা প্রয়োজন তা হলো

  • আবেদনকৃত ফরমের প্রিন্টঃ কপি|
  • পাসপোর্ট সাইজের এক কপি ছবি|
  • বাচ্চার জন্ম তারিখ প্রমাণের জন্য হাসপাতাল থেকে সত্যায়িত ছাড়পত্র লাগবে|
  • মাতা-পিতার অনলাইন করা জন্ম সনদ|
  • মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি|

৪৫-৫ পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি লাগবে

  • আবেদনকৃত ফরমের প্রিন্টঃ কপি|
  • পাসপোর্ট সাইজের এক কপি ছবি|
  • বাচ্চার জন্ম তারিখ প্রমাণের জন্য হাসপাতাল থেকে সত্যায়িত ছাড়পত্র লাগবে|
  • মাতা-পিতার অনলাইন করা জন্ম সনদ|
  • মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি|
  • ইপিআই কার্ডের ফটোকপি|

৫ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে

  • আবেদনকৃত ফরমের প্রিন্টঃ কপি|
  • পাসপোর্ট সাইজের এক কপি ছবি|
  • বাচ্চার জন্ম তারিখ প্রমাণের জন্য হাসপাতাল থেকে সত্যায়িত ছাড়পত্র লাগবে|
  • মাতা-পিতার অনলাইন করা জন্ম সনদ|
  • মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি|
  • ডাক্তার কর্তৃক প্রশংসা পত্রের ফটোকপি অথবা প্রাথমিক/ এসএসসি/
  • এইচএসসি শিক্ষা সমাপ্তির সার্টিফিকেটের ফটোকপি|

বাচ্চাদের জন্ম নিবন্ধন ফি  কত?

জন্ম সনদ ফি সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছে| তাই জন্ম সনদ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে|

  • ০-৪৫ দিনের শিশুর ক্ষেত্রে কোন জন্ম নিবন্ধন ফি প্রদান করা লাগবে না|
  • ৪৫-৫ বছর বয়সী শিশুর জন্য 25 টাকা ফি প্রদান করতে হবে|
  • যারা দেশের বাইরে থেকে প্রদান করবে তাদের মার্কিন 1 dollar  প্রদান করতে হবে|

বাচ্চার জন্ম নিবন্ধন আবেদনের যা  প্রয়োজন

  • শিশুর জন্ম স্থান নির্ধারণ করা|
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্ধারণ করা
  • মা-বাবার অনলাইন করা জন্ম নিবন্ধন
  • এবং মা-বাবার জাতীয় পরিচয় পত্র
  • সন্তানের যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে|

জন্ম নিবন্ধন করার পূর্বশর্ত

২০২১ সালের ১জানুয়ারি থেকে শুরু হওয়া আইন  মোতাবেক ২০২১ সালের পর প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুর জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই তার মা বাবার জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক| এজন্য অবশ্যই শিশুর জন্ম নিবন্ধন করার আগে মা বাবার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে|

জন্ম নিবন্ধন রিলেটেড কিছু তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *