জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করব আজকে আমরা জানবো| আপনি যদি জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে আজকের কনটেন্টে আপনার জন্য| জন্ম তারিখ দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করব চলো নিচে আলোচনা করা যাক|
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন করার পরে সেটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করার প্রয়োজন হয়| জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়| যেসব নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় চলুন জেনে নেয়া যাক|
- প্রথমে ব্রাউজার সিলেক্ট করে নিন |
- সার্চ বাটনে গিয়ে (everify.bdris.gov.bd) লিখে সার্চ করুন|
- এখন আপনাদের সামনে জন্ম নিবন্ধন তথ্য একটি ওয়েবসাইট চলে আসবে|
- আপনার সিলেটে থাকা 17 ডিজিটের নাম্বারটি জন্মনিবন্ধনের খালি ঘরে দিন|
- শিল্পে থাকা জন্মতারিখ সঠিকভাবে খালি করে দিন|
- সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন|
- আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন (উদাহরণ- 19860915428117351)। Date of Birth এই বক্সে জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন যাচাই YYYY MM DD । এরপর নিচের ক্যাপচাটি পূরণ করুন। নিচের বাম পাশের Search বাটনে ক্লিক করুন।
এসব ইনফর্মেশন গুলো দিয়ে খুব সহজ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারি|
কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন দেখে আসতে পারেন
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম খুবই সহজ| আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন| চলুন কিছু ধাপ অনুসরণ করে অনলাইনে জন্ম এমন যাচাই পদ্ধতি জেনে নেয়া যাক|
প্রথমত
- প্রথম মোবাইল বা কম্পিউটার ব্রাউজার সিলেক্ট করে নিন| চাইলে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন|
- অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এটি লিখে সার্চ করুন (everify.bdris,gov,bd) |
- এখন যাবতীয় ইনফরমেশন দিয়ে খালি ঘরগুলো পুরোন করুন
- সিলেটে থাকা 17 ডিজিটের নাম্বারটি দিন
- সঠিকভাবে জন্ম তারিখটি খালি করে দিন
- সবকিছু ভালোভাবে কমপ্লিট হলে সাবমিট বাটনে ক্লিক করুন
সুতরাং বলা যায় উপরে থাকা এসব পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারি|
জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয
ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম
আপনার যদি জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে না পাওয়া যায় তার অনেক কারণ হতে পারে| প্রথম কারণ হতে পারে জন্ম নিবন্ধন যদি 01-01-2001 এর পূর্বে| আপনার টি যদি হাতে লেখা হয় তাহলেও ভুল হতে পারে|
অনেক সময় ডাটাবেজে অন্তর্ভুক্ত না হলে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য পাওয়া যায় না|এবং অনেক সময় যদি জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন নাম্বার টু ভুল থাকে তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না থাকতে পারে|যদি আপনার এসব সমস্যা দেখা যায় তাহলে আপনি অবশ্যই নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন
কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন দেখে আসুন
জন্ম নিবন্ধনের জন্য আবেদন 2022
জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় Apps
- জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য আমরা অ্যাপস ব্যবহার করতে পারি| অ্যাপটি ডাউনলোড করতে হলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে| যেমন
- প্রথমে (Google Play store) গুগল প্লে স্টোরে চলে যান
- উপরে থাকা সার্চ বাটনে ( জন্ম তথ্য যাচাই ও নিবন্ধন ) লিখেসার্চ করুন
- আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে
- এখন অ্যাপসটি ইন্সটল করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা অনলাইন (Online bdris) এরতথ্য যাচাই করার জন্য অ্যাপ টি প্রস্তুত করা হয়েছে|
জন্ম নিবন্ধন তথ্যে ভুল থাকলে কিভাবে সংশোধন করতে হয়
আপনার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হলে পুনরায় একবার চেক করে নিবেন| আর কোন প্রকার ভুল থেকে থাকে যেমন জন্ম নিবন্ধনে তারিখে ভুল, জন্ম নিবন্ধন এর নাম্বার ভুল ইত্যাদি কারণে জন্ম নিবন্ধন তথ্য ভুল হতে পারে| আপনার তথ্যে কোন প্রকার ভুল থাকলে অবশ্যই তাড়াতাড়ি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে|
জন্ম নিবন্ধন সংশোধন যাচাই
আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সংশোধনের আবেদন করে থাকেন| তাহলে আবেদন আবেদন এর যাবতীয় কাগজপত্র নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দিতে হবে| তারা আপনার কাগজপত্র যাচাই এর পরেই তথ্য সংশোধন করে দিবে| আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই আপনি নিজে নিজে করে নিতে পারেন| কিভাবে নিজে নিজে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন তা উপরে কয়েকবার এই আলোচনা করা হয়েছে দেখে নিবেন|
জন্ম নিবন্ধন বিষয়ে প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ নাম দিয়ে জন্ম তথ্য যাচাই করা যায়?
উত্তরঃ কথাটি সম্পূর্ণ ভুল. নাম দিয়ে কখনই জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা সম্ভব নয়|
প্রশ্নঃ জন্ম নিবন্ধন তথ্য যাচাই যাচাইয়ের লিংক?
উত্তরঃ লিঙ্কের জন্য এটি ফলো করুন (ever ify.bdris.gov.bd )
প্রশ্নঃ জন্ম নিবন্ধনের জন্য কোন অ্যাপস আছে কি?
উত্তরঃ হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধনের জন্য অ্যাপস আছে।| তা হল ( জন্ম তথ্য যাচাই ও নিবন্ধন)Play store দিলেই পেয়ে যাবেন|
ধন্যবাদ সবাইকে
Pingback: অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র -
Pingback: অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন -