Skip to content

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনারা যারা টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট| টোকেন দিয়ে আইডি কার্ড বের করা খুবই সহজ একটি প্রক্রিয়া|এবং এই কাজটি আপনি নিজে নিজের ঘরে বসেই আপনার ব্যবহৃত মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন|

এই লেখাটি বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি তাদের জন্য অনেক উপকারী হবে |কারণ এই লেখাটিকে আমরা আলোচনা করব টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে টোকেন কি| আপনারা যারা ভোটার আইডি কার্ড করার জন্য আবেদন করেছেন তখন আপনাদের যে একটি স্লিপ নম্বর দেয়া হয়েছিল সেটি মূলত টোকেন| এটাকে টোকেন নাম্বার ,ভোটার স্লিপ নাম্বার, অথবা নিবন্ধন স্লিপ নাম্বার ও বলা হয়|

এছাড়াও এই পোষ্টের মাধ্যমে আজকে আপনারা ভোটার আইডি কার্ড থেকে শুরু করে এটি কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানতে পারবেন|

অনলাইনে ভোটার আইডি কার্ড বের করুন

ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড বের করার জন্য আমাদের ভোটার নাম্বার অথবা ভোটার হওয়ার জন্য নিবন্ধন করার সময় যেই টোকেন নাম্বার দেওয়া হয়েছিল, সেই টোকেন নাম্বার এর প্রয়োজন হবে।

যারা এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা তো নিশ্চয়ই ভোটার আইডি কার্ডের নাম্বার জানেন না!  তাহলে আপনারা কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড বের করবেন? আচ্ছা আপনারা ভোটার আইডি কার্ড বের করার জন্য আপনাদের কাছে থাকা টোকেন নাম্বার ব্যবহার করতে পারেন।

এছাড়া শুধুমাত্র টোকেন নাম্বার দিয়ে আপনারা ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।বিষয়টা একটু হাস্যকর ও আশ্চর্যজনক মনে হলেও সত্য।  এবং এই লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনারা অনলাইন থেকে শুধুমাত্র টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করে নিতে পারবেন।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে আপনার টোকেন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই অনলাইনে আপনার আইডি কার্ড বের করতে পারবেন।

উক্ত ওয়েবসাইট দিয়ে আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন এর সম্পূর্ণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আকারে বর্ণনা করা হয়েছে।  একটু সময় নিয়ে নিচের লেখাগুলো মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা নিজে থেকেই টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

অনলাইনে আইডি কার্ড বের করার পদ্ধতি

অনলাইনে শুধুমাত্র টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করে ওয়েব সাইটটি ভিজিট করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

রেজিষ্ট্রেশন করুন

যদি পূর্বে রেজিস্টার করা না থাকে তাহলে এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদেরকে একাউন্ট রেজিস্টার নামক একটি পেজে নিয়ে আসা হবে। এখান থেকে প্রথমে-

  • জাতীয় পরিচয় পত্র নাম্বার/ টোকেন  নাম্বার বসিয়ে দিন। যারা এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা টোকেন নাম্বার বসিয়ে দিবেন।
  • পরবর্তী বক্সে ভোটার আইডি কার্ডের দেওয়া তথ্য অনুযায়ী আপনার জন্ম তারিখ বসিয়ে দিন।
  • এর পরে যথাক্রমে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।

স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করুন

এরপরে পুনরায় নুতন আরেকটি পেইজ নিয়ে আসা হবে। এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। ফ্রম গুলো পূরণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোন তথ্যের ভুল না হয়।

  • প্রথমে বর্তমান ঠিকানা সিলেক্ট করুন (বিভাগ+ জেলা+ উপজেলা)
  • এরপরে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে  (বিভাগ+ জেলা+ উপজেলা)
  • এরপরে “পরবর্তী”  বাটনে ক্লিক করুন।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

মোবাইল নাম্বার ভেরিফিকেশন

এই পেইজ থেকে আপনাদেরকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ভোটার হওয়ার জন্য আবেদন করার সময় যে নাম্বার দিয়েছিলেন অটোমেটিকলি সেই নাম্বারটি বসানো থাকবে,  যদি নাম্বার না আসে সে ক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার বসানো একটি অপশন পাবেন সেখান থেকে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে “Send message” বাটনে ক্লিক করুন।

উক্ত নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি সাবমিট করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ফেস ভেরিফিকেশন করুন

এরপরে গুগল প্লেস্টোর থেকে আপনাদের Nid Wallet নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Nid Wallet লিখে সার্চ করলে সর্বপ্রথম চলে আসবে অথবা Nid Wallet এর উপরে ক্লিক করুন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন।

এপ্লিকেশনটি ইন্সটল হলে উক্ত QR  কোডটি স্ক্যান করুন। এরপরে আপনাদের সামনে ক্যামেরা ওপেন হবে। এখানে যেই ব্যক্তির ভোটার আইডি কার্ড বের করবেন তার Face স্ক্যান করতে হবে। একটু ডানে-বামে ঘুরিয়ে ভালোভাবে Face স্ক্যান করে নিবেন।

পাসওয়ার্ড সেট করুন

উক্ত ব্যক্তির চেহারার সাথে এনআইডি কার্ডের ডাটাবেজে থাকা তথ্যের মিল পেলে অটোমেটিক আপনাদের নির্বাচন কমিশনের পরবর্তী পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনাদের মোবাইলে এরকম একটি ওয়েব পেজ দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করে একটি ইউজার নেম এবং একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এই পাসওয়ার্ড আপনাদের জানা থাকতে হবে পরবর্তীতে লগইন করার জন্য।

আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন

এরপরে একটু স্ক্রল করে নিচে গেলে আমরা “এনআইডি ডাউনলোড” নামে একটি অপশন দেখতে পারব এখানে ক্লিক করে সরাসরি আমাদের আইডি কার্ডটি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারব। পরবর্তীতে কোন প্রিন্টার এর দোকান থেকে পিডিএফ ফাইলটি প্রিন্ট করে ভোটার আইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারব।

আইডি নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

যারা ভোটার আইডি কার্ড পেয়েছেন, আপনারা যদি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে চান বা পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী শুধুমাত্র টোকেন নাম্বার এর জায়গায় ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিন।

বাকি সকল কাজগুলো একই পদ্ধতিতে হবে। এছাড়াও আপনারা যদি পূর্বে রেজিস্ট্রেশান করে থাকেন সে ক্ষেত্রে আপনাদের পূর্বের রেজিস্ট্রেশন এর সময় দেওয়া পাসওয়ার্ড এবং ইউজার নেইম এর প্রয়োজন হবে। অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখতে হবে।

টোকেন নাম্বার হারিয়ে গেলে কি করবেন

টোকেন নাম্বার হারিয়ে গেলে প্রথমে আপনাকে থানায় জিডি(সাধারণ ডায়েরি) করে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে তারা আপনার ভোটার আইডি কার্ডের তথ্য বের করে দিবে অথবা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে দিবে।

তবে অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ড বা টোকেন সব সময় সাবধানে রাখতে হবে। ভোটার আইডি কার্ড হল একজন নাগরিকের মূল পরিচয় পত্র। কোনভাবে যদি আমাদের ভোটার আইডি কার্ড বা টোকেন হারিয়ে যায় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় জিডি(সাধারণ ডায়েরি) করতে হবে।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এই লেখার মাধ্যমে ও যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড এর পদ্ধতি সম্পর্কে বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে সরাসরি ইউটিউবে এই ভিডিওটি দেখতে পারেন।

ভোটার আইডি কার্ড রিলেটেড কিছু তথ্য

  1. নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে 
  2. ভোটার আইডি কার্ড চেক ও আইডি কার্ড ডাউনলোড করার  উপায় 2022
  3. নতুন ভোটার আইডি কার্ড  বের করার নিয়ম
  4. ভোটার আইডি কার্ড ডাউনলোড  
  5. ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম 2022 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *