Skip to content

পর্তুগাল ভিসা আবেদন ২০২৩ | Portugal Visa Application

আজকে আমরা পর্তুগাল ভিসা আবেদন ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একসময় আমাদের দেশ থেকে পর্তুগাল যাওয়া অনেক কঠিন একটি বিষয় ছিল। তবে বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়া কোন কঠিন বিষয় না। তবে এজন্য আপনাকে কিছু সঠিক নিয়ম নীতি মেনে ভিসার জন্য আবেদন করতে হবে। আমাদের এই নিবন্ধনে পর্তুগাল ভিসা আবেদন সম্পর্কে সকল নিয়ম কানুন আপনাদের সাথে শেয়ার করব।  আপনি যদি সঠিক নিয়ম নীতি মেনে পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে চান এবং পর্তুগাল যেতে চান  তাহলে অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।

বাংলাদেশ থেকে কোন কোন ভিসার মাধ্যমে পর্তুগাল যাওয়া যায়?

বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ পর্তুগালে যাচ্ছে। এবং তারা বিভিন্ন কাজের জন্য পর্তুগাল যেয়ে থাকে যেমন ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য কাজের জন্য ইত্যাদি। বাংলাদেশ থেকে মুলত ০৪ টি ভিসার মাধ্যমে পর্তুগাল যাওয়া যায়। যথাঃ

  • শিক্ষার জন্য শিক্ষা ভিসা
  • কাজ এর জন্য ওয়ার্ক পারমিট ভিসা
  • ভ্রমণের জন্য ট্যুরিষ্ট ভিসা
  • চিকিৎসার জন্য মেডিকেল ভিসা

তো আপনারা যারা বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে চান তারা এই ৪ ধরনের ভিসার মধ্যে যে কোন একটি মাধ্যমে পর্তুগাল যেতে পারবেন।

আরো দেখুনঃ ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন

পর্তুগাল ভিসা আবেদনের জন্য আমাদের কি কি কাগজপত্র লাগবে?

পর্তুগাল ভিসা আবেদনের জন্য আমাদের আমাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে, যেগুলো আমাদের আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। নিচে থেকে কি কি কাগজপত্র প্রয়োজন বা প্রদান করতে হবে তা জেনে নিনঃ

  • প্রথমত যে ব্যাক্তি ভিসার আবেদন করবে তার পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট এর সর্বনিম্ন তিন মাস মেয়াদ থাকতে হবে।
  • পাসপোর্ট এর সমস্ত নথি ইংরেজি বা পর্তুগিজ ভাষায় হতে হবে।
  • যে কোনো ধরনের নাগরিক সনদ পত্র , যেমন জন্ম সনদ বা প্রশংসাপত্র, পর্তুগিজ দূতাবাস দ্বারা বৈধ হতে হবে।
  • পর্তুগালে যাবার জন্য টিকিট বুকিং তথ্য প্রদান করতে হবে।
  • পর্তুগাল ভিসার আবেদনের জন্য কভার লেটার বানাতে হবে এবং সেখানে আপনার ভ্রমণের কারণ এবং কতদিন থাকবেন সেই সম্পর্কিত বিষয় সমূহ প্রদান করতে হবে।
  • য্ব ব্যাক্তি যাবে তার গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এর কাগজ জমা দিতে হবে ।
  • আপনি যদি ছাত্র হয়ে থাকেন তার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজনীয় সনদপত্র প্রদান করতে হবে।
  • অবসরপ্রাপ্ত ব্যাক্তি হলে পেনশন পত্র প্রদান করতে হবে।

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে হলে উপরের নথি গুলো অবশ্যই প্রয়োজন হবে। এই নথি গুলো সঠিক ভাবে প্রদান না করলে আপ্ন পর্তুগাল যেতে পারবেন না।

আরো দেখুনঃ ভিসা আবেদন পত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ

পর্তুগাল ভিসা অনলাইন আবেদন ফরম কীভাবে পূরণ করবেন?| Portugal visa application form

পর্তুগাল ভিসা আবেদনপত্র অনলাইনে পূরণ করার জন্য আমাদের কিছু তথ্য প্রদান করতে হবে। নিচে থেকে কি কি তথ্য পূরণ করা লাগবে তা দেখে নিনঃ

  • ব্যক্তিগত নাম, উপাধি, জন্ম তারিখ প্রদান করতে হবে
  • যোগাযোগের বিশদ বিবরণ যেমন ঠিকানা, ইমেল, ফোন নম্বর প্রদান করতে হবে
  • পাসপোর্টের বিশদ বিবরণ নম্বর, ইস্যুর তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ প্রদান করতে হবে
  • ভ্রমণের বিবরণ পরিদর্শনের উদ্দেশ্য, থাকার সময়কাল, ভ্রমণপথ প্রদান করতে হবে
  • কর্মসংস্থান পেশা, আয়, নিয়োগকর্তার বিবরণ প্রদান করতে হবে
  • বাসস্থান এবং ভ্রমণ বীমা সম্পর্কে তথ্য প্রদান করতে হবে

নির্দেশাবলী সাবধানে পড়া এবং সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্র সঠিকভাবে পূরণ করা হয়েছে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পরিদর্শনের উদ্দেশ্যের উপর নির্ভর করে অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে।

আরো দেখুনঃ ইতালি ভিসা ২০২২ | ইতালি ভিসা আবেদন পদ্ধতি

বাংলাদেশ থেকে পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম

আমরা উপরের আলোচনা থেকে ইতোমধ্যে বাংলাদেশ থেকে পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানলাম। এখন আমরা, বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম গুলো সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আপনি দুইটি উপায়ের মাধ্যমে পর্তুগাল ভিসার আবেদন করতে পারবেন। ১. এম্বাসির মাধ্যমে এবং ২. অনলাইনের মাধ্যমে। তো চলুন নিচে থেকে পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম গুলো ধাপে ধাপে জেনে নিই।

এম্বাসির মাধ্যমে পর্তুগাল ভিসার আবেদন করার নিয়ম

এম্বাসির মাধ্যমে পর্তুগাল ভিসার আবেদন করার নিয়ম গুলো আমরা কয়েকটি ধাপে উল্লেখ করেছি। নিয়মগুলো দেখে নিনঃ

  • পর্তুগাল ভিসার আবেদনের জন্য প্রথমে নিকটস্থ পর্তুগাল এ্যাম্বাসির নিকট যোগাযোগ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় কাগজপত্র  প্রদান করে নির্দিষ্ট ক্যাটাগরির কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট, ছবি গ্রহণ ও সাক্ষাৎকার নেওয়া হবে।
  • আবেদনের পর ভিসা প্রসেসিংয়ের জন্য প্রায় ৪৫-৯০ দিন সময় লেগে থাকে।
  • ভিসা প্রসেসিং সম্পন্ন হয়ে গেলে আপনি যে ইমেইল প্রদান করেছেন সেই ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অনলাইন এর মাধ্যমে পর্তুগাল ভিসার আবেদন করার নিয়ম

অনলাইন এর মাধ্যমেও পর্তুগাল এর ভিসার আবেদন করা যায় এবং অনলাইন এর মাধ্যমে আবেদন পদ্ধতি আর সহজ এবং আপনি ঘরে বসেই এই মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। তো চলুন নিচে থেকে অনলাইন এর মাধ্যমে পর্তুগাল এর ভিসার আবেদন করার নিয়ম গুলো জেনে নিইঃ

  • সর্ব প্রথমে আপনাকে যে কাজ টি করতে হবে সেটি হলো আপনার নিকটস্থলে বাংলাদেশে থাকা পর্তুগাল এ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে হবে।
  • এরপর আপনাকে https://www.schengenvisainfo.com/portugal-visa/ এই লিঙ্ক এ ভিজিট করত হবে
  • তারপর আপনাকে আপনার প্রয়োজনীয় সকল তথ্য গুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  • আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রদান করার পর আপনার ভিসার ধরণ অনুযায়ী ভিসা ফি পরিশোধ করতে হবে।
  • আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে পর্তুগাল যেতে চান তাহলে আপনাকে পর্তুগাল এর নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে এপ্লাই করতে হবে।

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে কত টাকা খরচ হতে পারে এটা কেউ সঠিকভাবে ভাবে বলতে পারবে না। কারণ ভিসার মেয়াদ ও সময়ের উপরে পর্তুগাল ভিসার দাম কখনো বেশি হয় আবার কখনো কম হয়। এছাড়াও পর্তুগালে বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে যাওয়া যায়। ভিসার ধরন ভেদে খরচ ও আলাদা হয়ে থাকে। মুলত আপনার ভিসার ধরনের উপরে নির্ভর করবে পর্তুগাল যেতে আপনার কত টাকা খরচ হবে। তবুও আপনাদের জন্য আমরা একটি প্রাথমিক ধারণা দিয়েছি দেখে নিন।

কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে পর্তুগাল এ যেতে চাইলে খরচ আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকা লাগবে।  ভ্রমণের উদ্দেশে পর্তুগাল এ যেতে চাইলে খরচ প্রায় ৩-৪ লক্ষ টাকা লাগবে এবং স্টুডেন্ট ভিসার মাধ্যমে গেলে প্রায় চার লক্ষ টাকা লাগবে। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সরকারি স্বীকৃত কোন ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করেন তারা আপনাকে পর্তুগাল যেতে কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে।

পোষ্ট নিয়ে শেষ কথা

তো এই ছিল পর্তুগাল ভিসা আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, আমাদের এই নিবন্ধনের মাধ্যমে আপনারা পর্তুগাল ভিসা আবেদন নিয়ম গুলো সম্পর্কে পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হলে অথবা আপনি যদি পর্তুগাল ভিসা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব।

Follow Me On Google news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *