Skip to content

পাসপোর্ট করার নিয়ম | পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট করার নিয়ম বৈধভাবে কোন দেশে যেতে চাইলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে| পৃথিবীর যেকোনো দেশের একজন ব্যক্তির নাগরিত্ব পরিচয় প্রদান করবে এই পাসপোর্ট| পাসপোর্ট ছাড়া আপনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন না| সুতরাং আপনি যদি বহির্বিশ্বের  ভ্রমণ বা কোন কাজের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকা অবশ্যক| 

https://www.epassport.gov.bd/

পাসপোর্ট করার নিয়ম

পাসপোর্ট কি?

পাসপোর্ট শব্দটি মূলত একটি ফরাসি ভাষা| বৈধভাবে  যেকোনো দেশ ভ্রমণের জন্য যে অফিসিয়ালভাবে  একটি  অনুমতি পত্র প্রদান করা হয় সেটি হল পাসপোর্ট| পাসপোর্ট হোল ছোট একটি বই যেটাতে ব্যক্তির সকল বিষয় বা তাদের সম্পর্কে যাবতীয় তথ্য উল্লেখ থাকে| 

পাসপোর্ট কত প্রকার

পাসপোর্ট কে ভাগ করলে মূলত তিন ভাগে ভাগ করা যায়| যেমন

  1. হাতে লেখা পাসপোর্ট
  2. মেশিন রিডেবল পাসপোর্ট
  3.  ই-পাসপোর্ট

পাসপোর্ট করতে কি কি লাগে

আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হবে| তাহলে 

  • পাসপোর্ট ফি জমা দিতে হবে|
  • পাসপোর্ট  রিলেটেড  প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ|
  • পাসপোর্ট ফরম
  • পাসপোর্ট ফরম পাসপোর্ট অফিসে জমা দেওয়া
  • পাসপোর্ট হয়েছে কিনা পাসপোর্ট স্ট্যাটাস চেক করা|
  • এবং সব শেষে পাসপোর্ট সংগ্রহ  করা|

পাসপোর্ট করার নিয়ম

 মূলত আমরা দুইভাবে পাসপোর্ট করতে পারি| যেমন

  1.  অফলাইনে পাসপোর্ট  
  2.  অনলাইনে পাসপোর্ট 

পাসপোর্ট করার নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা হলো| 

অফলাইনে পাসপোর্ট করার নিয়ম

অফলাইনে  পাসপোর্ট করার নিয়ম মূলত সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনের মাধ্যমে পাসপোর্ট করা |এতে অনেক ঝামেলা থাকে|

অনলাইনে পাসপোর্ট করার নিয়ম

আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে নিজে নিজে খুব  সহজ পদ্ধতি অবলম্বন করে পাসপোর্ট করে নিতে পারেন|  অনলাইনে পাসপোর্ট করতে গেলে ঝামেলা কম হয়|

পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে

  • পাসপোর্ট ফরম পূরণ কৃত দুই কপি ফটোকপি
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • এনআইডি কার্ডের ফটোকপি
  • নাগরিক সনদপত্র

এসব কাগজপত্র অবশ্যই আপনার সাথে রাখা ভাল কারণ অনেক সময় পাসপোর্ট অফিসের দেখতে পারেন|

মোবাইলে দেয়া যাবে পাসপোর্ট ফি 2022 |

পাসপোর্ট অফিসে আবেদন জমা

পাসপোর্ট করার নিয়ম | পাসপোর্ট করতে কি কি লাগে

যাবতীয় কার্যক্রম সম্পন্ন হলে পাসপোর্ট জমা দেয়ার ভাব চলে আসে| মূলত আপনি যদি পাসপোর্ট করে থাকেন যদি অনলাইনে করে থাকেন কাগজে লেখা থাকবে কোথায় জমা দিতে হবে| আর যদি অফলাইনে করে থাকেন তাহলে সিটি কর্পোরেশন এর ভিতরে রিজনাল অফিস| এবং সিটি কর্পোরেশনের বাইরে হলে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে| এখন সব ইনফরমেশন গুলো ঠিকঠাক হলে পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসবেন| তবে অবশ্যই মনে রাখবেন সাথে সবকিছুর অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে| কারণ অনেক সময় অফিসারগণ অরিজিনাল কাগজপত্র দেখতে চাইতে পারেন|

পাসপোর্ট সংগ্রহ

ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলে পাসপোর্ট ধরন অনুযায়ী সাত দিন 7 দিন  বা 20-30  দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবে| মোবাইল এসএমএস এর জানিয়ে দেয়া হবে যে পাসপোর্ট হয়েছে কিনা| পাসপোর্ট হয়ে গেলে আপনি যেকোন সময় পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন| এবং সর্বশেষে এসব নিয়ম গুলো সম্পন্ন হলে আপনি খুব সহজে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন|

ধন্যবাদ সবাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *