Skip to content

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

আপনি কি নিজে নিজে জাতীয় পরিচয় পত্র চেক করতে চান? এবং আপনি কি ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে চান? এবং চেক করার পড়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে আজকের পোষ্ট টি আপনার জন্য|

NID Card BD online check  করা খুব সহজ একটি প্রক্রিয়া| কিছু ধাপ অতিক্রম করলেই খুব সহজেই নিজে নিজেই ঘরে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে ভোটার আইডি কার্ড বা NID Card চেক করতে পারবেন|

বর্তমানে আপনি কোন কাজে জাতীয় পরিচয়পত্র ছাড়া করতে পারবেন না| NID Card/ভোটার আইডি কার্ড  চেক করব এরকম অনেকেই প্রশ্ন করে থাকেন| আমরা যখন জাতীয় পরিচয় পত্র জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করে থাকি |তখন আমাদের জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য অনলাইনে এসেছে কিনা বা কতটুকু কাজ হয়েছে | তা জানার জন্যই আমরা জাতীয় পরিচয় পত্র চেক  করে থাকি |

তাহলে আজকের জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে এই পোষ্টের মাধ্যমে আমরা বিস্তারিত জানব কিভাবে ভোটার আইডি কার্ড বের  করা যায় |

জাতীয় পরিচয় পত্র চেক করুন

আগে যে পদ্ধতিতে আমরা জাতীয় পরিচয় পত্র চেক করতে পারতাম বর্তমানে সেটি কারিগরি সমস্যাজনিত কারণে বন্ধ রয়েছে| তাই আমরা বিকল্প পদ্ধতিতে NID Card যাচাই করবো|

আমরা যে মাধ্যমটি দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করব সেটি তে আপনি আপনার ছবি সহ সকল তথ্য দেখতে পাবেন|

জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে ভিজিট https://land.gov.bd/ করুন ভূমি মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে|  এখানে আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে  পরবর্তী পদক্ষেপ এ ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় ইনফর্মেশন দেখতে পাবেন| আপনি আরো স্পষ্টভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন কিভাবে এনআইডি কার্ড চেক করতে হয় |

প্রথম ধাপঃ জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে ভিজিট করুন ভূমি মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইট| অথবা এখানে ক্লিক করুন| প্রবেশ করার পর নিচের মত একটি ইন্টারফেস আপনাদের সামনে  আসবে |

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

দ্বিতীয় ধাপঃ তারপরে এখানে দুটি অপশন থেকে নাগরিক কর্নার অপশনটিতে ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করলে আপনাকে নিচের মত একটি ইন্টারফেজ এ নিয়ে যাবে |

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

তৃতীয় ধাপঃ এই ধাপে আপনাকে নিচের ছবিতে দেখানো হয়েছে এখানে ভূমি উন্নয়ন কর অপশনটি সিলেক্ট করুন|

 

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

চতুর্থ ধাপঃ ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করার পরে এ রকম একটি একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে নাগরিক কর্নার ক্লিক করুন|

পঞ্চম ধাপঃ নাগরিক কর্ণারে  ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করলে আপনার সামনে ভোটার আইডি কার্ড চেক করার একটি ফরম চলে আসবে| এখানে নাগরিক নিবন্ধন অপশনটি সিলেক্ট করুন|

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

ষষ্ঠ ধাপঃ এবং প্রথম ঘরে আপনার মোবাইল নাম্বার যেটি জাতীয় পরিচয় পত্র আবেদন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিতে হবে| দ্বিতীয় ঘরে জাতীয় পরিচয় পত্র নাম্বার দেন এবং তৃতীয় ঘরে সঠিক জন্ম তারিখ দিয়ে ‘পরবর্তী পদক্ষেপ’ এ ক্লিক করলেই  ছবিসহ আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় ইনফর্মেশন দেখতে পাবেন|

জাতীয় পরিচয় পত্র চেক করুন অনলাইনে

চেক করা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড  কিভাবে করবেন

দৈনন্দিন আমাদের নানা কাজে NID Card  প্রয়োজন পড়ে|  NID card চেক করার পড়ে সেটি  আমরা আবার ডাউনলোড করতে পারি| এবং যেকোন কাজে ব্যবহার করতে পারি|কিভাবে ভোটার আইডি কার্ড/ NID Card ডাউনলোড করবেন এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনারা বুঝতে পারবেন|

জাতীয় পরিচয় পত্র সম্পর্কে আরও কিছু পোস্ট

জাতীয় পরিচয় পত্র আরো ইনফরমেশন জানার জন্য নিচের দেয়া পোস্টগুলো ঘুরে আসতে পারেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা হয়ে যাবে|

পোস্ট সমুহ পোস্টের লিঙ্ক
অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র ভিজিট করুন
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় ভিজিট করুন
নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন ভিজিট করুন
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম  ভিজিট করুন
জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে সকল সমস্যার সমাধান জেনে নিন | নতুন আবেদন ও সংশোধন ভিজিট করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *