Skip to content

mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম 2022

mrpপাসপোর্ট নবায়ন করার নিয়ম এমআরপি পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য|  কিভাবে নিজে নিজে বা অফিসের  মাধ্যমে পাসপোর্ট নবায়ন করবেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব| ঢাকায় পাঁচটি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট রি ইস্যু করতে পারবেন| আগারগাঁও, সচিবালয়, যাত্রাবাড়ী উত্তরা, ও ক্যান্টনমেন্ট| এ এলাকার আওতায় স্থায়ী- অস্থায়ী স্থায়ী বসবাসকারী ব্যক্তিরা পাসপোর্ট করতে পারবেন| এছাড়াও প্রায় প্রতিটি বিভাগে বা জেলায় পাসপোর্ট নবায়ন করার  অফিস রয়েছে| আরও বিস্তারিত জানতে  www.dip.gov.bd   এ ওয়েবসাইটে প্রবেশ করুন।

mrp পাসপোট নবায়ন করার নিয়ম 2022

mrpপাসপোর্ট নবায়ন করার নিয়ম

বর্তমান পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট নবায়ন করতে হবে| বর্তমানে  বাংলাদেশের সব জেলা ও বিদেশ অবস্থানরত বিশেষ কিছু মেশিন  কার্যক্রম চালু করা হয়েছে | অনলাইনে অনলাইনের মাধ্যমে এমআরপি পাসপোর্ট পাসপোর্ট নবায়ন করতে পারবেন| নিচে এমআরপি পাসপোর্ট নবায়ন করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়| 

অনলাইনে mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম

অনলাইনে এমআরপি পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে | 

প্রথমে আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে|এখন আপনি সার্চ বাটনে এটি লিখে www.dip.gov.bd  এটা লিখে সার্চ| এখন আইডির ডকুমেন্টস অপশন থেকে আপনার পূর্ববৎ এমআরপি পাসপোর্ট আছে কি সিলেক্ট করুন এবং সঠিক তথ্য দেন|

সহজে বুঝার জন্য নিচের ছবিগুলো ফলো করেন|

mrp পাসপোট নবায়ন করার নিয়ম 2022

প্রথমতঃId Documents অপশনে গিয়ে Yes i have a Machine Readable Passport অপশনটি বেছে নিন|

 দ্বিতীয়তঃWhat is the reason for your passport request ?এখান থেকে Arrow  চিহ্নটি  ক্লিক করে পাসপোর্ট নবায়ন করার কারণ উল্লেখ  করুন| 

mrp পাসপোট নবায়ন করার নিয়ম 2022

 কি কারনে পাসপোর্ট নবায়ন করবেন সেই কারণ এখান থেকে   সিলেক্ট করুন|

  • EXPIRED- যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়
  • LOST/ STOLEN- যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়
  • DATA CHANGE- তথ্য পরিবর্তনের জন্য
  • UNUSABLE- পাসপোর্ট নষ্ট বা ছিড়ে গেলে।
  • OTHER- অন্যান্য কারণে

তৃতীয়তঃ আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন যেমন(EG8157541874)

চতুর্থঃ এখন পাসওয়ার্ড মেয়াদের তারিখ এবং পাসপোর্ট প্রদানের তারিখ উল্লেখ করুন| এসব তথ্য গুলো সঠিকভাবে দিয়ে সাবমিট করুন| বাকি তথ্য ই-পাসপোর্ট ই পাসপোর্ট আবেদন এর মতোই সম্পন্ন করুন এবং সাবমিট করুন| বাকি ধাপগুলো যে ভাবে সম্পন্ন করবেন পাসপোর্ট করার নিয়ম | পাসপোর্ট করতে কি কি লাগে

 

অফিসের mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম

অফিসের মাধ্যমে নবায়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে|  কিভাবে এমআরপি পাসপোর্ট নবায়ন করবেন নিচে দেখানো হলো

প্রথমে পাসপোর্ট অফিস নির্ধারিত নবায়ন/ রি ইস্যু ফরম সংগ্রহ করতে হবে|এখন সংগ্রহকৃত ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে|আপনি যদি আপনার বর্তমান পাসপোর্ট এর কোন তথ্য সংশোধন করতে চান সে ক্ষেত্রে নিচের দুটি নিয়ম সুন্দর করে লেখা  থাকবে| যে তথ্যটি আপনি সংশোধন করতে চান সেটি দ্বিতীয় ঘরে  লিখবেন| তবে অবশ্যই আপনাকে   খেয়াল রাখতে হবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে পুলিশ ভেরিফিকেশন হয়| আপনার আবেদনের সঙ্গে বর্তমান পাসপোর্টের যে পেজে ছবি আছে সে  পেইজ ফটো প্রকৃত জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে| এবং সবশেষে টাকা জমার রশিদ আঠা দিয়ে উপরে লাগিয়ে দিতে হবে| 

mrpপাসপোর্ট নবায়ন ফি কত

এমআরপি পাসপোর্ট এর জন্য  কিছু ব্যাংক নির্ধারণ করা হয়েছে | এসব ব্যাংকের মাধ্যমে আপনি এমআরপি পাসপোর্ট ফি জমা দিতে পারবেন| যেমন সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক|  সাধারণ পাসপোর্ট এর জন্য আপনার পাসপোর্ট মেয়াদ যদি ১ বছরের মধ্যে হয় তখন আপনার 3 হাজার ৭৯৫ টাকা জমা দিতে হবে|  এবং দুই বছরের মধ্যে হলে ৪  হাজার ১৪০ টাকা জমা দিতে হবে. 

মেয়াদ শেষ এবং তিন বছরের মধ্যে হলে৪  হাজার ৪৮৫ টাকা জমা দিতে হবে |মেয়াদ শেষ এবং চার বছরের মধ্যে হলে ৪ হাজার ৮৩০  টাকা জমা দিতে হবে|এবং পাঁচ বছরের মধ্যে হলে ৫  হাজার ১৭৫  টাকা জমা দিতে হবে|এমআরপি পাসপোর্ট করতে কতদিন সময় লাগে 

মূলত এমআরপি পাসপোর্ট নবায়ন করার পরে হাতে পেতে ২১দিন সময় লাগে | জরুরী করার জন্য মেয়াদ শেষ এবং এক বছরের মধ্যে হলে আপনাকে ৭ হাজার ২৪৫ টাকা জমা দিতে হবে| মেয়াদ শেষ এবং দুই বছরের মধ্যে হলে ৭ হাজার  ৫৯০  টাকা জমা দিতে হবে| এবং তিন বছরের মধ্যে হলে ৭ হাজার ৯৩৫  টাকা জমা দিতে  হবে | মেয়াদ শেষ এবং চার বছরের মধ্যে হলে ৮ হাজার ২৮০ টাকা  জমা দিতে হবে মেয়াদ শেষ এবং পাঁচ বছরের মধ্যে হলে ৮ হাজার ৬২৫  টাকা জমা দিতে হবে | আপনার ডকুমেন্টস গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে. এর পরে আপনি আপনার পাসপোর্ট আনতে পারবেন | এটি পেতে ১১   কার্যদিবস সময় লাগে |

পাসপোর্ট নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন
  • আবেদন পত্রের  প্রিন্ট  করা কপি 
  • আগের পাসপোর্ট এবং ডাটাবেজের প্রিন্ট কপি 
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC 
  • রেজিষ্ট্রেশন ফরম বা আবেদনপত্রের প্রিন্ট কপি 
  •  তথ্য  সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র

mrp পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে করণীয়

এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে আপনাকে পাসপোর্ট নবায়ন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে| বাংলাদেশের সব জেলা ও বিদেশে অবস্থানরত বাংলাদেশী পাসপোর্ট ব্যবস্থা চালু আছে| আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নবায়ন করতে পারেন| অথবা অনলাইনে আবেদন করে এমআরপি পাসপোর্ট নবায়ন করতে পারবেন||

Mrp  পাসপোর্ট নিয়ে শেষ কথা

আশা করি আজকের আর্টিকেলটির ধারা আপনারা উপকৃত হতে পেরেছেন| mrp পাসপোট নবায়ন করার নিয়ম আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য| এর মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন|উপরে দেয়া তথ্যগুলো সঠিক ভাবে পালন করে খুব সহজেই আপনি আপনার এমআরপি পাসপোর্ট নবায়ন করতে পারবেন|

 

3 thoughts on “mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম 2022”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *