Skip to content

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

আপনি কি অনলাইনে নিজে নিজে জন্ম নিবন্ধন আবেদন করতে চান? অথবা জন্ম নিবন্ধন আবেদন ফরম কিভাবে নির্ভুলভাবে পূরণ করতে হয় জানতে চান?  তাহলে আজকের পোস্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে হবে|

বর্তমানে জন্ম নিবন্ধন আবেদন করা খুবই সহজ একটি কাজ| এবং এটি আপনি ঘরে বসেই নিজে নিজে আপনার ব্যবহার করা মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে সহজেই  করতে পারেন|

এছাড়া আপনারা যারা আপনাদের সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্ম নিবন্ধন করতে চান এবং  আপনি যদি নিজের জন্য জন্ম নিবন্ধন করতে চান তাহলে আজকের পোস্টটি আপনার অনেক উপকারে আসবে|

এছাড়া কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় এবং আবেদন ফরম পূরণ করতে কি কি লাগবে ইত্যাদি বিষয়ে পোস্ট এর মাধ্যমে আমরা জানব|

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হলো একটি শিশুর জন্মের পরে সরকারি খাতায় প্রথম  নাম লেখানো হল জন্ম নিবন্ধন| এবং একজন শিশুর জাতীয় তথ্য প্রমাণের প্রথম ও প্রধান কাজ হলো আপনার শিশুর জন্ম নিবন্ধন করা| এই জন্ম নিবন্ধন এর দ্বারাই আপনি দেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন|

নতুন জন্ম নিবন্ধন আবেদন

বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 অনুসারে একটি শিশুর জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে| কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই অল্প সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করতে পারিনা| এর জন্য অবশ্যই আপনাকে শিশুর পাঁচ বছর অতিক্রম করার আগে জন্ম নিবন্ধন করা উচিত| কেননা পাঁচ বছরের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করতে গেলে তেমন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হয়না এবং এটি খুব সহজ ভাবে করা যায়| এবং পাঁচ বছরের অধিক হলে আপনার অনেক ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় যা আপনাকে ভোগান্তির মধ্যে ফেলে দিবে |

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

একটি শিশুর জন্য নতুন জন্ম নিবন্ধন করতে গেলে আপনাকে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে| যেমন শিশুর ইপিআই কার্ড ,বা হাসপাতালে প্রশংসা পত্র ,জমির খাজনা পরিষদের রশিদ ,আবেদনপত্রের প্রিন্ট করা কপি, এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি, মা-বাবার অনলাইন করা জন্ম নিবন্ধন, এবং পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র ইত্যাদি|

শিশুর বয়স ০ থেকে ৪৫দিনের মধ্যে হলে

  • ইপিআই টিকা কার্ড
  • আবেদনকৃত  ফরমের প্রিন্ট করা কপি
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি
  • এবং বাচ্চার জন্ম তারিখ প্রমাণের জন্য হাসপাতাল থেকে সত্যায়িত ছাড়পত্র
    মা-বাবার অনলাইন করা জন্ম নিবন্ধন
  • মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

শিশুর বয়স ৪৫ থেকে ৫ বছরের মধ্যে হলে

  • ইপিআই টিকা কার্ড
  • আবেদনকৃত  ফরমের প্রিন্ট করা কপি
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে
  • মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন কপি
  • মা-বাবা মা-বাবার জাতীয় পরিচয় পত্র
  • এবং বাচ্চার জন্ম তারিখ প্রমাণের জন্য হাসপাতাল থেকে সত্যায়িত ছাড়পত্র
  • বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যায়ন পত্র
  • মা-বাবার মোবাইল নাম্বার

এবং বয়স ৫ বছরের বেশি হলে যা লাগবে

  • আবেদনকৃত ফরমের প্রিন্ট করা কপি
  • এবং বয়স প্রমাণ করার ক্ষেত্রে চিকিৎসা করতে প্রত্যয়নপত্র
  • প্রাথমিক শিক্ষা সমাপনী জেএসসি-জেডিসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রদান করতে হবে (যদি থাকে)
  • মা বাবার জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

একটি শিশু জন্মের পর থেকে প্রায় প্রতিটি কাজের জন্ম নিবন্ধন প্রয়োজন পরে|আমাদের জন্ম নিবন্ধন থাকা সত্ত্বেও আমরা জানি না আমাদের জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে  চাকরি পাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে| এবং যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিয়েই কাজ চালিয়ে যেতে পারে

  1. শিক্ষা প্রতিষ্ঠান
  2. জাতীয় পরিচয় পত্র প্রাপ্তি
  3. বিবাহ বন্ধন
  4. ড্রাইভিং লাইসেন্স
  5. ভোটার তালিকা প্রণয়ন
  6. ব্যাংক হিসাব খোলা
  7. আমদানি এবং রপ্তানিকারক প্রাপ্ত
  8. সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়োগ
  9. পাসপোর্ট ইস্যু
  10. জমি রেজিস্ট্রেশন
  11. গ্যাস , পানি,টেলিফোন ,ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
  12. টিআইএন বাট এক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
  13. ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি
  14. ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  15. গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি

এছাড়াও আরও অনেক কাজের জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন পড়ে| তাই এখানে আপনারা যারা জন্ম নিবন্ধন  করেননি তারা  দ্রুত  জন্ম নিবন্ধন করে নিন|

জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার  নিয়ম

জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার জন্য প্রথমে ভিজিট করুন https://bdris.gov.bd/ এই লিঙ্কে|এখানে গিয়ে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই আপনার জন্ম নিবন্ধন ফরম পূরণ হয়ে যাবে| এবং আবেদন ফরম প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন|বিস্তারিত জানার জন্য নিচের  ধাপগুলো  দেখুন|

প্রথম ধাপঃ আবেদনকারীর  জন্মস্থান ঠিকানা

 

আবেদন করার জন্য প্রথমে ভিজিট করুন https://bdris.gov.bd/ এই লিঙ্কে| এখানে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান যেমন জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যেকোনো একটি বাছাই করুন|এবং পরবর্তী বাটনে ক্লিক করুন|

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

দ্বিতীয় ধাপঃ নিবন্ধানাদিন  ব্যক্তির পরিচিতি

এ পর্যায়ে নিবন্ধন কারীর ব্যক্তির পরিচিতি প্রদান করতে হবে| নিবন্ধনকৃত নামের দুটি অংশ থাকলে প্রথম অংশটি নামের প্রথম অংশ ধরে লিখবেন এবং দ্বিতীয় অংশটি নামের শেষের অংশ লিখবেন|

জন্ম নিবন্ধন যাচাই

এবং নিবন্ধন কার্ডের নামের যদি তিনটি অংশ থাকে তাহলে প্রথম দুটি অংশ নামের প্রথম অংশ লিখবেন এবং শেষ অংশটি নামের শেষের অংশ লিখবেন|

এছাড়া যদি নামের একটি শব্দ থাকে সেক্ষেত্রে প্রথম অংশ খালি থাকবে এবং শুধুমাত্র নামের শেষ অংশ  নাম লিখবেন |

এবং অবশ্যই একই নিয়মে ইংরেজিতেও পূরণ করতে হবে |এছাড়াও এখানে আপনার জন্মস্থান এর সঠিক ঠিকানা প্রদান করতে হবে| এবং সব শেষে পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের মত একটি ইন্টারফেস আসবে

তৃতীয় ধাপঃ মা-বাবার তথ্য প্রদান করুন

এরপরে নিবন্ধনকারী ব্যক্তি বা শিশুর মা-বাবার অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ও  জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে |এবং সঠিকভাবে মা-বাবার নাম ইংরেজি এবং বাংলায় লিখতে হবে| এবং পরবর্তী বাটনে ক্লিক করতে হবে|

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

চতুর্থ ধাপঃ স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রধান

 জন্মনিবন্ধন কারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রধান

এখানে আপনাকে স্থায়ী ও বর্তমান ঠিকানা তথ্য দিতে হবে| এবং কোনোটি নয় বাটনে ক্লিক করুন |এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে জন্মস্থান অস্থায়ী ঠিকানা একেই হলে চেকবক্সে টিক দিন | এছাড়া বর্তমান ঠিকানা ক্ষেত্রে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা  চেকবক্সে টিক দিন| আর যদি না হয় তাহলে  সঠিকভাবে ঠিকানা গ্রাম এবং সড়ক নম্বর লিখে দিন সবচেয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন|

পঞ্চম ধাপঃ আবেদনকারীর তথ্য

জন্ম নিবন্ধন আবেদনকারীর তথ্য

এই পর্যায়ে জন্ম নিবন্ধন আবেদন তথ্য প্রদান করতে হবে| আবেদনকারী যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার নাম এবং ফোন নাম্বার প্রদান করতে হবে| এবং একটি শিশুর ক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য দায়ী থাকে তার মা বাবা অথবা আইনগত অভিভাবক| এক্ষেত্রে তার মা-বাবার হবেই আবেদনকারী এবং তাদের ফোন নাম্বার প্রদান করতে হবে|

এবং সবকিছু সঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে|

ষষ্ঠ ধাপঃ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার  নিয়ম

উপরের তথ্যগুলো সঠিক ভাবে দিয়ে সাবমিট করলে আপনার জন্ম নিবন্ধন  আবেদন সম্পন্ন হয়ে যাবে|   এরপর জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করার একটি অপশন পাবেন| এবং এই আবেদন ফরম প্রিন্ট করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন|

জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন আবেদন ফরম টি অনলাইন থেকে প্রিন্ট করে নিয়ে এসেছি আপনি অফিসে জমা দেয়ার পরে আপনার জন্ম নিবন্ধন বর্তমানে কোন অবস্থায় আছে  অথবা আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা  তা দেখার জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা উচিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *