Skip to content

ইতালি ভিসা ২০২২ | ইতালি ভিসা আবেদন পদ্ধতি।

ইতালি ভিসা এ বছরে ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন 69 হাজার 700 বিদেশি শ্রমিক | দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ আছে | তাই বাংলাদেশিরাও আবেদনকরতে পারবেন |

ইতালির সরকার এই সপ্তাহের সর্বশেষ বার্ষিক অনুমোদন করেছে ,ইউরোপের বাইরের দেশগুলোর থেকে কাজ করতে আসা লোকদের জন্য কাজের অনুমোদনে 2022 সালের সংখ্যা ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে |ইতালির এবছর বাইরে থেকে 69 হাজার 700 কর্মীদের উদ্দেশ্যে ইতালিতে প্রবেশ করতে পারবে |

তালির ভিসা আবেদন পদ্ধতি ও যোগ্যতা 2022

ইতালির ভিসা আবেদন পদ্ধতি

ইতালির ভিসা জন্য যারা আবেদন করতে পারবে

এবছর পারমিট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 42 হাজার কর্মী নেবে ইতালির সরকার |বাংলাদেশ থেকে প্রায় 14 হাজারের মতো শ্রমিক নেয়া হবে | 20000 সড়ক ও পরিবহন ও নির্মাণ এবং পর্যটন হোটেল শ্রমিক নিযুক্ত করা হবে  |শুধুমাত্র এ সকল বিষয়ে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকগণ চাকরিতে প্রবেশের অনুমতি লাভ করবে |

যেভাবে আবেদন করবেন

দুই ভাবে ইতালির ভিসার জন্য আবেদন করা হয় |

  1. আত্মীয়স্বজনদের মাধ্যমে আবেদন, আপনার কোন আত্মীয় ইতালিতে থাকলে অথবা পরিচিত বা  কাছের কাউকে দিয়ে  ইতালির সরকারের কাছে আবেদন করতে পারবেন |
  2. যে কোন  বিশ্বস্ত প্রতিষ্ঠান   দিয়ে আবেদন করতে পারবেন |

ইতালির ভিসা

ইতালির ভিসা  2 ধরনের হয়ে থাকে

  1.  সিজনাল ভিসা বা অস্থায়ী ভিসা |
  2. নন সিজনাল ভিসা বা স্থায়ী ভিসা |
  3.  এছাড়াও অনেক ধরনের ভিসা আছে যেমন
  •  ফ্যামিলি ভিসা
  •  স্টুডেন্ট ভিসা
  •  ব্যবসায়ী ভিসা
  •  টুরিস্ট ভিসা
  •  চিকিৎসা ভিসা
  •  ধর্মীয় প্রোগ্রাম মূলক ভিসা ইত্যাদি

এখন সিজনাল ভিসা ও নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক,

 

See more

নিজে নিজে ভোটার হন অনলাইনে

সিজনাল ভিসা

সিজনাল ভিসা হলো একটি স্বল্প মেয়াদী ভিসা |এ ভিসার মেয়াদ সাধারণত 6 মাস হয়ে থাকে |ছয় মাস শেষ হলে ভিসার মালিককে দেশে ফিরে আসতে হয় | দীর্ঘ 8 বছর পর সিজনাল ভিসা খুলে দিয়েছে ইতালি সরকার |

নন সিজনাল ভিসা

নন সিজনাল ভিসা বলতে বুঝায় অস্থায়ী ভিসা | নন সিজনাল ভিসা কে জাতীয় বলা চলে | নন সিজনাল মাধ্যমে যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন  |

আবেদনের শেষ তারিখ

27 শে জানুয়ারি সকাল 9 টা সিজনাল  ও  নন সিজনাল ভিসার কার্যক্রম শুরু  হয়েছে | মৌসুমী কর্মীরা (কৃষি )11 ফেব্রুয়ারি সকাল 9 টা থেকে আবেদন করতে পারবেন | আবেদনের শেষ তারিখ সিজনাল ভিসার আবেদনপত্র গ্রহণ 17 ই মার্চ বন্ধ হবে |

ইতালি ভিসা বর্তমান খরচ কত

ইতালির ভিসার দাম নির্ভর করবে আপনার উপর | কোন কাজের জন্য আপনি ইতালিতে প্রবেশ করতে চাচ্ছেন |এজন্য নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না | একেক রকম কাজের জন্য একেক রকম খরচ তাই নির্দিষ্ট ভাবে বলা জাচ্ছে না ইতালি ভিসার জন্য কত খরচ হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *