ফেসবুকের জুতার রিএকশন চালু করার নিয়ম ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ফিচার নিয়ে কাজ। ফেসবুক হল পৃথিবীর সবচেয়ে বড় এবং ইউজার নির্ভর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
ফেসবুকের মাধ্যমে আপনি পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে মানুষদের সাথে মুহূর্তের মধ্যেই যোগাযোগ স্থাপন করতে পারেন। এছাড়া ফেসবুকের মাধ্যমে একই স্থানে খবর অন্য স্থানের থেকে খুব সহজে জানা সম্ভব। আপনি সাধারণভাবে যে কথাগুলো আপনাদের ন্যাশনাল টেলিভিশনে বলতে পারবেন না, সেসব কথা গুলো আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন।
ফেসবুক ইউজারদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে বর্তমানে ফেসবুকের নামে অনেক ধরনের অভিযোগ রয়েছে যার কারণে প্রতিবছর ফেসবুকে প্রচুর পরিমাণে জরিমানা দিতে হয়।
ফেসবুক 2004 সালে চালু হলেও ফেসবুক 2009 সালে লাইক অপশনটি চালু করে। এছাড়া ফেসবুক 2016 সালে আরও পাঁচটি রিএকশন অপশন চালু করে। পরবর্তীতে রিএকশন এর বিভিন্ন চাহিদা থাকায় 2019 সালে ফেসবুক দেয়ার নামে নতুন একটি রিএকশন চালু করে।
পরবর্তীতে কিছুদিন আগে ফেসবুক কাস্টম রিএকশন নামে নতুন একটি ফিচার চালু করে। কাস্টম রিএকশন ফিচারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী তাদের ইচ্ছামতো যেকোনো একটি রিএকশন এর ইমোজি তাদের ফেসবুকে এড করতে পারবে। যার ফলে আগে ফেসবুকে সাতটা রিয়েকশন ছিল, কিন্তু বর্তমানে কাস্টম রিএকশন যুক্ত হলে ফেসবুকে আটটি রিএকশন থাকবে।
ফেসবুকে কিছু ব্যবহারকারী ওই কাস্টম রিএকশনকে জুতার রিএকশন এ পরিবর্তন করে ফেলে। তবে ফেসবুকের এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক অবস্থায় আছে। ফেসবুক শুধুমাত্র কিছু নির্দিষ্ট গ্রুপগুলোর মধ্যে পরীক্ষা চালানোর জন্য এ ফিচারটি চালু করে। ফিচারটি যেত পরীক্ষামূলক অবস্থায় আছে তাই ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
আরো দেখে আসতে পারেনঃ
ফেসবুকের জুতা রিএকশন চালু করার নিয়ম
১. ফেসবুকে জুতা রিএকশন চালু করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে চলে যান.
২. ফেসবুক গ্রুপে যাওয়ার পরে আপনার ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলে চলে যান।
৩. এডমিন প্যানেলে যাওয়ার পরে সেখানে reaction নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
৪. রিএকশন অপশনে ক্লিক করার পরে, আপনি কাস্টম রিএকশন অফসনে + আইকনে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার পছন্দের রিএকশনটি যুক্ত করতে পারবেন।
মনে রাখবেন, আপনার গ্রুপের লোকজন কোন রিএকশনটা বেশি ব্যবহার করে সেটা রিচার্স করে তারপরে আপনি রিএকশন যুক্ত করুন। এতে করে আপনার গ্রুপের ইংগেজমেন্ট এবং অ্যাক্টিভিটি বাড়বে।
আরো দেখে আসতে পারেনঃ
কাস্টম রিলেশন না আসলে করণীয়
ফেসবুকের কাস্টম রিএকশন অপশন যেহেতু পরীক্ষামূলক ভাবে ফেসবুক চালু করেছে, তাই ফেসবুক সব ধরনের গ্রুপের জন্য এখনো এই ফিচারটি উন্মুক্ত করে না। আপনার গ্রুপের জন্য উন্মুক্ত আছে কিনা সেটা আপনি এডমিন প্যানেলে গিয়ে জানতে পারবেন। আপনার গ্রুপের জন্য যদি এখনও উন্মুক্ত না করে, তাহলে কিছুদিন অপেক্ষা করুন ফেসবুক এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেবে।
ফেসবুকের ইউজার গত এক বছর ধরে অনেক কমে যাওয়ায়, ফেসবুক বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। ফেসবুকের নির্মাতা এবং প্রধান মার্ক জুকারবার্গ ফেসবুক কে আবার নতুন করে সাজাচ্ছে। যাতে করে ব্যবহারকারীরা ফেসবুকে আবার পুনরায় ফিরে আসে। এছাড়া ফেসবুকের নতুন নতুন বিভিন্ন নিয়ম কানুন যুক্ত করা হয়েছে, যাতে ফেসবুকের মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে।
গত কয়েকদিন আগে ফেসবুকে নতুন একটি অ্যালগরিদম যুক্ত করা হয়েছে, যাতে কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে তার ফ্রেন্ডলিস্টে থাকা সকল ব্যক্তিকে ফেসবুক নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। এতে করে হয়তো সেই ব্যক্তি বেঁচে যেতে পারে।
তবুও কিছু মানুষ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। তাদের এই গুজব কন্ট্রোল করার জন্য প্রতিটি দেশে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কেউ যদি অনলাইনের মাধ্যমে কোন অপরাধ করে তাহলে তাকে অনুযায়ী শাস্তি দেওয়া হয়।
বন্ধুরা আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আরো দেখে আসতে পারেনঃ