লার্নার তথা শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আমরা কম বেশি সকলেই ড্রাইভিং করতে পছন্দ করি কিন্তু যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে ড্রাইভিং করা আইনত দন্দনীয় অপরাধ। ড্রাইভিং লাইসেন্স করার পরে গুরুত্বপূর্ণ ধাপ হলো ড্রাইভিং লাইসেন্স চেক। লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।
অনলাইনের মাধ্যমে খুব সহজেই লার্নার ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন। পূর্বে ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য BRTA যেতে হতো এবং অনেক পদ্ধতি অবলম্বন করে ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হতো। প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমানে ঘরে বসে আপনারা ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স যাচাই করার প্রয়োজনীয়তা
আপনি যদি গাড়ি চালাতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স করার পরে এটার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। উক্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পূর্বে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হয়। আপনার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ কত দিন আছে এ সম্পর্কে জানার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হবে।
ড্রাইভিং করা অনেকের শখ এবং অনেকে জীবিকা নির্বাহ করার জন্য ড্রাইভিং করে। উভয় ড্রাইভিং করার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অন্যথায় ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার আইন আছে। ড্রাইভিং লাইসেন্স করার পরে সকল তথ্য যাচাইয়ের জন্য অথবা ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ যাচাইয়ের জন্য ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রয়োজন হয়।
লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি
লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে BRTA DL Chacker অ্যাপসে প্রবেশ করে BRTA Ref no অথবা DL no দিয়ে Search বাটনে ক্লিক করুন। BRTA DL chacker অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে খুব সহজে BRTA DL Chacker এপ্লিকেশনটি ব্যবহার করে লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন অথবা আপনারা এসএমএস এর মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স যাচাই করার পদ্ধতি
বর্তমানে ২টি পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স যাচাই করা সম্ভব।
- অনলাইনের মাধ্যমে BRTA DL Chacker অ্যাপস ব্যবহার করে।
- এসএমএস এর মাধ্যমে।
উক্ত পদ্ধতি গুলো সম্পর্কে নিচে বিশদ বর্ণনা করা হলো।
ড্রাইভিং লাইসেন্স চেক করতে প্রয়োজনীয় তথ্য
উপরে আমরা ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে জেনেছি কিন্তু এখন অনেকের জানার ইচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? অনলাইন কিংবা অফলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য নিম্নে উল্লেখিত তথ্যগুলো প্রয়োজন।
- অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নাম্বার জানা থাকতে হবে।
- নুতনদের ক্ষেত্রে BRTA রেফারেন্স নাম্বার জানা থাকতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী জন্ম তারিখ প্রয়োজন হবে।
- অনলাইনে যাচাইয়ের জন্য BRTA DL Chacker এপ্লিকেশন প্রয়োজন হবে।
- অফলাইনে যাচাই করার জন্য মোবাইলে এসএমএস পাঠানোর ব্যালেন্স থাকতে হবে।
অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই
অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য প্রথমে গুগল প্লেস্টোর থেকে BRTA DL Chacker মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য “BRTA DL Chacker” এখানে ক্লিক করুন।
এপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করার পরে যথাক্রমে আপনার DL no অথবা BRTA Ref no লিখে অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ (Day-Month-Year) বসিয়ে Search বাটনে ক্লিক করুন। অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস এবং সকল তথ্য চলে আসবে।
অনলাইনের মাধ্যমে উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক তথা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।
DL Chacker এর মাধ্যমে নতুনদের ড্রাইভিং লাইসেন্স যাচাই
যারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ড্রাইভিং লাইসেন্স হাতে পাননি। আপনাদের আবেদনকৃত ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস যাচাই করার জন্য উপরে দেখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসানোর জায়গায় BRTA Ref no বসিয়ে দিবেন।
ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করার পরে সকল ভেরিফিকেশন সম্পূর্ণ হলে BRTA থেকে আপনাকে একটি স্লিপ প্রদান করা হবে উক্ত স্লিপে BRTA রেফারেন্স নাম্বার দেয়া থাকবে।
BRTA DL Chacker অ্যাপসের মাধ্যমে নুতনদের ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস দেখতে পারবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির জন্য রেডি হয়ে থাকে তাহলে Shipment Received In Circle স্ট্যাটাস দেখাবে। এবং যদি ড্রাইভিং লাইসেন্স রেডি না হয় সেক্ষেত্রে Pending for printing লেখা দেখাবে। Pending for printing এর মানে হলো আপনার ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার ১০-১৫ দিন পরে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে BRTA DL Chacker অ্যাপসের মাধ্যমে যাচাই করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের কোন স্ট্যাটাস না দেখায় তাহলে কিছুদিন অপেক্ষা করে BRTA তে যোগাযোগ করুন।
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই প্রক্রিয়া
এসএমএসের মাধ্যমে লার্নার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে প্রবেশ করুন। এরপরে টাইপ করুন DL <Space> Reference Number/Driving licence number লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
- প্রথমে মেসেজ অপশনে গিয়ে DL লিখুন
- এরপরে স্পেস দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার লিখুন।
- পরবর্তীতে এসএমএস পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
ফরম্যাটঃ DL <Space> Driving licence number
নুতনদের জন্যঃDL <Space> Reference Number
২৪ ঘন্টার ভিতরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল তথ্য জানানো হবে।