Skip to content

মালয়েশিয়া ভিসা কবে খুলবে 

মালয়েশিয়া ভিসা কবে খুলবে

মালয়েশিয়া ভিসা কবে খুলবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ প্রবাসী প্রতিবছর বিভিন্ন দেশে কাজ করতে যায়। প্রবাসীরা প্রতিবছর বাংলাদেশের রাজস্ব আয়ের এর একটি বড় অংশ রেমিটেন্স হিসেবে পাঠায়। প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে তাদের জীবনযাপন কাটায় এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আরো শক্তিশালী করে।

বাংলাদেশ থেকে প্রবাসীরা যেসব দেশে যায় সেসব দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়ায় গিয়ে তাদের কাজ করে জীবনযাপন করে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতিদিন বিদেশ থেকে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বাংলাদেশে আসে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মালয়েশিয়া ভিসা কবে খুলবে আমরা বিস্তারিত জেনে আসি |

 

সৌদি আরব ভিসা 2022 

মালয়েশিয়ায় কোন কাজে কত বেতন

সি-লেভের নির্বাহী: 6225628.89 টাকা

সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: 4163277.84 টাকা

ইউএক্স ডিজাইনার: 4052415.27/- টাকা

অ্যাটর্নি: 3557502.22/- টাকা

শিক্ষক: 3070867.60/- টাকা

আর্কিটেক্ট: 2941741.29/- টাকা

মোবাইল বিকাশকারীদের: 2763200.50/- টাকা

হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: 2680160.25/- টাকা

অপারেশন ম্যানেজার: 2672052.52/- টাকা

সেলস ম্যানেজার: 2636037.12/- টাকা

ব্যবসা উন্নয়ন: 2617517.35/- টাকা

ফার্মাসিস্ট: 2593876.91/- টাকা

আইটি ম্যানেজার : 2381881.05/- টাকা

ফিন্যান্স ম্যানেজার: 2375480.20/- টাকা

অর্থনৈতিক বিশ্লেষক: 2350132.87/- টাকা

চিকিৎসক: 2335624.30/- টাকা

প্রকল্প ব্যবস্থাপক: 2283308.09/- টাকা

গবেষক বিজ্ঞানী: 2264276.26/- টাকা

মার্কেটিং ম্যানেজার: 2191818.73/- টাকা

বিষয়বস্তু মার্কেটিং: 2124396.54/- টাকা

পণ্য ব্যবস্থাপক: 1924007.54/- টাকা

অ্যাকাউন্ট ম্যানেজার: 1866399.96/- টাকা

ডেন্টিস্ট বা দাঁতের: 1852318.11/- টাকা

সফটওয়্যার ইঞ্জিনিয়ার: 1820484.60/- টাকা

সিভিল ইঞ্জিনিয়ার: 1790784.69/- টাকা

শিল্প ডিজাইনার: 1780031.28/- টাকা

ডেটা বিজ্ঞানী: 1640322.25/- টাকা

গ্রাহক সেবা: 1622741.27/- টাকা

প্রভাষক: 1603112.03/- টাকা

হিসাবরক্ষক: 1579471.59/- টাকা

বিজনেস এনালিস্ট: 1557623.38/- টাকা

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: 1553868.22/- টাকা

ওয়েব ডেভেলপার: 1553270.81/- টাকা

রাসায়নিক প্রকৌশলী: 1538506.20/- টাকা

মানব সম্পদ ম্যানেজার: 1484909.83/- টাকা

তথ্য বিশ্লেষক: 1443773.75/- টাকা

অফিস ম্যানেজার: 1442664.27/- টাকা

চিপ: 1403917.85/- টাকা

অভ্যন্তর ডিজাইনার: 1250041.62/- টাকা

গ্রাফিক ডিজাইনার: 1231095.13/- টাকা

পোস্ট ডক্টরাল গবেষক: 1209759.00/- টাকা

কপিরাইটার: 1168452.23/- টাকা

কিউ. এ. তে প্রকৌশলী: 1121171.35/- টাকা

ওয়েব ডিজাইনার: 1086180.09/- টাকা

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: 1073549.09/- টাকা

নির্বাহী এসিস্ট্যান্ট: 986497.65/- টাকা

প্রশাসনিক সহকারী: 831597.30/- টাকা

ফ্যাশন ডিজাইনার: 766052.68/- টাকা

নার্স: 632317.77/- টাকা

রিসেপশনিস্ট: 478185.51/- টাকা

ওয়েটার: 400607.32/- টাকা

কোষাধ্যক্ষ: 372528.96/- টাকা

মালয়েশিয়া ভিসা 2022

আপনি চাইলে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কিছুদিন করোনাভাইরাস এর জন্য মালয়শিয়ান ভিসা বন্ধ ছিল, এখন সেটা খুলে দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করতে অবশ্যই আপনার পাসপোর্ট এর প্রয়োজন হবে।

মালয়েশিয়ান ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই তাদের শর্তগুলো জেনে নিবেন। তা নাহলে পরবর্তীতে আপনার বিষয়টি গ্রহণযোগ্য হবে না। তবে অনলাইনে আবেদন করার চেয়ে আপনি মালয়েশিয়া এম্বাসিতে গিয়ে মালয়েশিয়ান ভিসার জন্য খুব সহজেই আবেদন করতে পারেন। এতে করে আপনার ভিসা পাওয়ার সময় আরো কমে আসবে।

কানাডা জব ভিসা 2022 | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে সেটা সম্পূর্ণ আপনার ভিসার উপর নির্ভর করবে। আপনি যদি টুরিস্ট ভিসাতে মালয়েশিয়া যান তাহলে কম খরচে দেশে যেতে পারবেন। তবে আপনি যদি কাজের জন্য ভিসা নেন সেক্ষেত্রে আপনার একটু বেশি খরচ পড়বে।

আপনি মালয়েশিয়া যেতে ৫০০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেটা সম্পূর্ণ আপনার ভিসার উপর নির্ভর করবে। তবে প্রতিটি দেশের এম্বাসি থেকে তাদের দেশের ভিসার একটি নির্ধারিত মূল্য দেওয়া হয়েছে। এর থেকে বেশি টাকা কেউ চাইলে তাহলে এমব্যাসিতে বা নিকটস্থ থানায় যানান।

মালয়েশিয়া কলিং ভিসা

মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ভিসা চালু করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে কলিং ভিসা চালু আছে। অনেক দিন পর মালয়েশিয়া  কলিং  ভিসা খুলে দেয়া হল।

কলিং ভিসা মূলত বাংলাদেশ সরকার এবং সরকারের মধ্যে সমঝোতা চুক্তির একটি ফলাফল। মালয়েশিয়ান সরকার তাদের বিভিন্ন কাজের জন্য বাংলাদেশ থেকে সাময়িক সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে। এই কর্মীদের বেতন অন্যান্য কর্মীদের তুলনায় একটু বেশি হয়ে থাকে যার কারণে কলিং ভিসাতে মানুষ বেশি যেতে চায়।

এছাড়া কলিং ভিসা অন্যান্য ভিসার তুলনায় কম খরচ হওয়ায়, যে কোন মানুষ যার শরীরে ফিটনেস ঠিক আছে সে যেতে পারে। তবে কলিং ভিসার কিছু নিয়মকানুন আছে সেগুলো অবশ্যই মানতে হবে। আপনি যদি সেগুলো না মানেন, তাহলে আপনি কলিং ভিসায় যেতে পারবেন না।

মালয়েশিয়ার কাজের ভিসা

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ বিভিন্ন কাজের ভিসায় মালয়েশিয়া যায়। তারা মূলত তাদের রোজগারের জন্য মালয়েশিয়ায় যায়। মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন পারিশ্রমিক দেওয়া হয়। যেগুলো উপরে আলোচনা করা হয়েছে।

মালয়েশিয়ান কাজের ভিসাতে আপনি যদি মালয়েশিয়া যান, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। অনেকেই বিভিন্ন দালালের ফাদে পরে এক্টিভেশন পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তাই দালালের ফাঁদে না পড়ে আপনি সরাসরি মালয়েশিয়া এম্বাসিতে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি দেশের এম্বাসি তাদের দেশে যাওয়ার জন্য ভিসার একটি নির্ধারিত মূল্য দিয়ে দিয়েছে। কেউ যদি আপনার থেকে বেশি টাকা দাবি করে সে ক্ষেত্রে আপনি এমব্যাসিতে বা আপনার নিকটস্থ থানায় অভিযোগ জানান।

বর্তমানে মালয়েশিয়ায় কাজের জন্য সামান্য কিছু ভিসা চালু থাকলেও বেশিরভাগ ভিসাই বন্ধ আছে। তবে মালয়েশিয়া এম্বাসি থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুতই কাজের ভিসা তারা চালু করবে।

মালয়েশিয়া টুরিস্ট ভিসা কবে খুলবে

করোণা ভাইরাসের কারণে কিছুদিন মালয়েশিয়ান টুরিস্ট ভিসা বন্ধ ছিল। তবে পরে বাংলাদেশ এবং মালয়েশিয়ান এম্বাসির সমঝোতা চুক্তির মাধ্যমে টুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে। আপনি চাইলে খুব কম খরচে বিভিন্ন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে মালয়েশিয়া ঘুরতে যেতে পারেন।

অবশ্যই ভাল কোন ট্রাভেল এজেন্ট এর সাথে যোগাযোগ করে আপনার বিচার প্রসেসিং করবেন। খারাপ কোন ট্রাভেল এজেন্ট বা দালালের ফাদে পরে অযথা টাকা নষ্ট করবেন না। মালয়েশিয়ায় টুরিস্ট ভিসাতে যেতে ৩০০০ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ লাগতে পারে, সেটা সম্পূর্ণ ভিসার উপর নির্ভর করবে। আপনি যদি ভিআইপি ভাবে টুরিস্ট ভিসায় যান, সে ক্ষেত্রে কয়েক লক্ষ টাকাও খরচ হতে পারে।

মালয়েশিয়ার ভিসার জন্য করণীয়

১. আপনার নামে যদি কোন ধরনের মামলা থাকে, সে ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যেতে পারে। তাই ভিসার জন্য আবেদন করার আগে আপনার নামে যদি কোনো মামলা থাকে, সেটার সমাধান করে নিন।

২. মালয়েশিয়ান এম্বাসী থেকে নির্ধারিত ফি’র থেকে বেশি পরিমাণ টাকা কেউ দাবী করলে তার বিরুদ্ধে মালয়েশিয়ায় এমব্যাসি অথবা থানায় অভিযোগ জানান।

৩. আপনার নির্দিষ্ট ডকুমেন্ট বা কাগজপত্রগুলো অবশ্যই সঠিক হতে হবে। আপনি যদি ভুল কাগজপত্র দিয়ে ভিসার জন্য আবেদন করেন, তাহলে এমব্যাসি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তাই অবশ্যই ভিসার আবেদন করার আগে আপনার কাগজপত্রগুলো ভেরিফাই করে নেবেন।

৪. পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাকে থানায় ডাকতে পারে। আপনাকে যে তারিখে বা যে সময়ে থানায় ডাকবে ঠিক ওই সময়ে থানায় যাবেন, এর আগে বা পরে যাবেন না। এতে করে আপনার ভিসা প্রসেসিংয়ের দেরি হতে পারে।

৫. আপনার পাসপোর্ট এর মেয়াদ অন্তত ৬ মাস তার বেশি হতে হবে। আপনার পাসপোর্ট এর মেয়াদ যদি ছয় মাসের কম থাকে সে ক্ষেত্রে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তাই ভিসার আবেদন করার আগে আপনার পাসপোর্ট এর মেয়াদ যদি না থাকে, সেক্ষেত্রে সেটা নতুন করে রিনিউ করে নিন।

আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1 thought on “মালয়েশিয়া ভিসা কবে খুলবে ”

  1. Pingback: রোমানিয়া ভিসা | রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা| রোমানিয়া যেতে কত টাকা লাগে - Trick Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *