Skip to content

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৩

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে| আজকের পোস্ট থেকে প্রতিবন্ধী ভাতা কত টাকা এবং ভাতা পাওয়ার জন্য কি কি শর্তাবলী রয়েছে তা বিস্তারিত জানতে পারবেন|

আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। যাদেরকে সরকার প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেয়। সরকার এই ভাতা আগে হাতে হাতে ক্যাশের মাধ্যমে দিত। কিন্তু বর্তমানে সরকার জিটুপি পদ্ধতিতে সরাসরি মোবাইলের মাধ্যমে ভাতার টাকা পাঠিয়ে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনলাইন এর মাধ্যমে প্রতিবন্ধী ভাতার আবেদন করা সম্ভব।

আজকের পোষ্টের মধ্যে আমরা প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৩ সম্পর্কে জানবো। কিভাবে আপনারা সঠিকভাবে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করবেন এবং প্রতিবন্ধী ভাতা আবেদন করার জন্য কি কি লাগবে সেগুলো নিয়ে আজকের পোস্টে আলোচনা করব।

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার জন্য অবশ্যই আপনার একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার লাগবে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা এই আবেদন করতে পারবেন না।

  1. প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার জন্য আপনারা প্রথমে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (http://mis.bhata.gov.bd/onlineApplication) চলে যাবেন।
  2. ওয়েব সাইটে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে গেলে বুঝেছি, পরবর্তী ধাপে যান অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করুন।
  3. তারপরে কার্যক্রম অপশন থেকে প্রতিবন্ধী ভাতা অপশনটি সিলেক্ট করে সব নিচে সংরক্ষণে ক্লিক করুন।
  4. তারপর প্রথম বক্সে আপনি যান নামে প্রতিবন্ধী ভাতা একাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয় পত্র নম্বরটি দিন। এর পরের বক্সে যার নামে একাউন্ট খুলবেন তার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দিন। তারপরে যাচাই করুন অপশনটিতে ক্লিক করুন।
  5. যাচাই করুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে জাতীয় পরিচয় পত্রের মধ্যে থাকা সকল তথ্য অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। তবে কিছু অংশ পূরণ হবে না, যেগুলো পূরণ হবে না সেগুলো সঠিকভাবে পূরণ করে দিন।
  6. তারপরের অংশে আপনাকে যে ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতার একাউন্ট খুলবেন সে ব্যক্তির কিছু ব্যক্তিগত তথ্য (বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, বার্ষিক আয় ইত্যাদি) প্রদান করতে হবে। সেই ব্যক্তিগত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দিন।
  7. তারপরে আবেদনকারীর অন্যান্য সব তথ্য গুলো পূরণ করে নিতে হবে। এখানে আবেদনকারীর ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল দিতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই সচল হতে হবে। কারণ পরবর্তীতে যখন ভাতার অ্যাকাউন্ট একটিভ হবে তখন মোবাইল নম্বরে মেসেজ আসবে। তবে ইমেইল না দিলেও চলবে।
  8. তারপর সব তথ্য পূরণ করা হলে আরো একবার ভালো করে চেক করে নিন কোন তথ্য ভুল হয়েছে কিনা। কারণ আবেদনপত্র একবার সাবমিট করলে সেটা আর পরিবর্তন করতে পারবেন না। সবকিছু যদি ঠিক থাকে তাহলে সংরক্ষণ অপশনটিতে ক্লিক করুন।

তারপর সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে সেটি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন। তারপর যে কোন কম্পিউটার দোকান থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে সেটার একটি অংশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় গিয়ে জমা দিয়ে আসবেন। অবশ্যই সাথে অন্যান্য কাগজপত্রের একটি কপি নিয়ে যাবেন।

প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের যোগ্যতা

  • যে এলাকায় ভাতার জন্য আবেদন করবে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা অফিস হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
  • প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিমন্ত্রণ ও পরিচয় পত্র গ্রহণ করতে হবে।
  • প্রতিবন্ধী ব্যক্তির বার্ষিক আয় ছত্রিশ হাজার টাকার কম হতে হবে।
  • আবেদনকারীকে দুস্থ প্রতিবন্ধী হতে হবে।
  • ছয় বছরের ঊর্ধ্বে প্রতিবন্ধীরা ভাতা পাবে।
  • এলাকার বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অযোগ্যতা

  • প্রতিবন্ধী ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় বা সরকারি পেনশন ধারী হয়।
  • অন্য কোন সরকারি অনুদান প্রাপ্ত হলে।
  • কোন বেসরকারি সংস্থা হতে নিয়মিত অর্থপ্রাপ্ত হলে।

প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম

প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে অথবা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসে গিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে। এছাড়া প্রতিটি এলাকার মধ্যে ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য একটি নির্দিষ্ট লোককে দায়িত্ব দেওয়া হয়। আপনি যদি সেই লোকের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার ভাতার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি একটিভ হবে।

আপনার ভাতার অ্যাকাউন্ট একটিভ হলে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনার মোবাইলে সরাসরি ভাতা পেয়ে যাবেন। আগে ভাতা হাতে হাতে দেওয়া হলেও বর্তমানে জিটুপি পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে ভাতা দেওয়া হয়।

প্রতিবন্ধী ভাতার আবেদন করতে যা যা লাগবে

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করতে আপনার কিছু কিছু কাগজপত্র প্রয়োজন হবে। যে কাগজপত্রগুলো আবেদনপত্রের প্রাঙ্ক কপি সহকারে আপনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

  • প্রতিবন্ধী ব্যক্তি যদি ১৮ বছরের উপরে হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র এবং ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় সেক্ষেত্রে তার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে।
  • প্রতিবন্ধী ব্যক্তির একটি নির্দিষ্ট পরিচয় পত্র। তিনি যে প্রতিবন্ধী সেটার প্রমাণ পত্র।
  • একটি সচল মোবাইল নম্বর, যেটার মধ্যে বিকাশ বা নগর অ্যাকাউন্ট থাকতে হবে।

প্রতিবন্ধী ভাতা কত টাকা

আগে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা করে দিলেও বর্তমানে প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা আপনারা মোবাইল ব্যাংকিং বিকাশ বা নগদের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। বর্তমানে ভাতার টাকা সরাসরি ক্যাশের মাধ্যমে দেওয়া হয় না।

বর্তমানে সরকার জিটুপি পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতার ৮৫০ টাকা সরাসরি গ্রাহকের একাউন্টে দিয়ে দেয়।

প্রতিবন্ধী ভাতার আবেদনের শর্তাবলী

এছাড়া প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন  করার জন্য আপনাকে কিছু সত্য মেনে চলতে হবে। আপনি যদি সমাজসেবা অধিদপ্তরের কোন একটি ভাতার সাথে সরাসরি সংযুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার প্রয়োজন নেই।

এছাড়া আপনি যদি সরকারি বা বেসরকারি কোন সংস্থা হতে সরাসরি কোন অনুদান প্রাপ্ত হন সে ক্ষেত্রেও আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া আপনি যদি যথেষ্ট সামর্থ্যবান হন বা আপনার পারিবারিক অবস্থা যদি যথেষ্ট ভালো হয় সেক্ষেত্রে আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া আপনার বার্ষিক আয় যদি ৩৬ হাজার টাকা বেশি হয় সেক্ষেত্রেও আপনি প্রতিবন্ধী ভাতের জন্য আবেদন করতে পারবেন না।

সবশেষে, প্রতিটি এলাকায় ভাতার লোকজন নির্ধারণের জন্য কিছু লোকদের নির্ধারণ করে দেওয়া হয়। আপনি যদি তাদের সাহায্যে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ভাতার একাউন্ট খুব তাড়াতাড়ি একটিভ হবে। তবে অনলাইনের মাধ্যমে যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ভাতার একাউন্ট একটিভ হতে কিছুটা সময় নিবে।

কারণ অনলাইনে যে আবেদনগুলো করা হয় সেগুলো প্রথমে ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হয়। যে ব্যক্তি আবেদন করেছে সে ব্যক্তি সকল কাগজপত্র যদি ঠিক থাকে সেক্ষেত্রে তখন তার অ্যাকাউন্ট একটিভ করা হয়। এতে অনেক সময় লেগে যায়।

বন্ধুরা আশা করি প্রতিবন্ধী ভাতা অনলাইন  আবেদন কিভাবে করবেন সে বিষয়ে আজকের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *