আপনি অনেকদিন হলো ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন| কিন্তু বর্তমানের সেটার কাজ কতদূর এগোল আপনি কিছুই জানেন না |চিন্তার কোন কারণ নেই আপনি সহজেই একা একা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন|
বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অসম্ভব। ড্রাইভিং পরীক্ষার সময় একজন ড্রাইভারকে BRTA তিন ভাবে পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো ? ড্রাইভিং লাইসেন্স জানার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এই লেখাটিকে সাজানো হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স কি? এবং ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন?
ড্রাইভিং লাইসেন্স হলো এক ধরনের পরিচয় পত্র। এই পরিচয় পত্রটি প্রয়োজন হয় শুধুমাত্র নির্দিষ্ট গাড়ি চালানোর সময়। বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত আপনারা পৃথিবীর কোন দেশে গাড়ি চালাতে পারবেন না। আপনি একজন পূর্ণাঙ্গ ড্রাইভার এটি প্রমাণ করবে ড্রাইভিং লাইসেন্স।
ড্রাইভিং সিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার সময় BRTA বিভিন্নভাবে ওই ড্রাইভার কি পরীক্ষা করে। এবং সে যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত আপনারা গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা জানার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে DL<Space> Reference Number লিখে মেসেজ করুন 26969 নাম্বারে। অথবা গুগল প্লেস্টোর থেকে “DL CHACKER” অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো এই বিষয়টা অনেকে জানতে চেয়ে ছিলেন। ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা জানতে হলে আমাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে হবে। আমরা মূলত ড্রাইভিং লাইসেন্স দুইটি উপায় চেক করতে পারবঃ ১) এসএমএসের মাধ্যমে। ২) DL CHACKER অ্যাপস এর মাধ্যমে।
এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়
এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন DL<Space> Reference Number এরপরে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএসে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতে পারবেন।
এসএমএস করার উদাহরণঃ DL<Space> Reference Number = DL 1252/6063 (সবার জন্য আলাদা আলাদা রেফারেন্স নাম্বার থাকবে)
আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন হয়েছে কিনা সেটা জানার জন্য মোবাইল থেকে এসএমএস করে জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে শুধুমাত্র রেফারেন্স নাম্বারটা প্রয়োজন হবে। বায়োমেট্রিক সম্পন্ন করার পরে BRTA থেকে একটি একনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল ওই স্লিপে রেফারেন্স নাম্বার দেওয়া আছে।
বিশেষ দ্রষ্টব্যঃ রেফারেন্স নাম্বারের মধ্যে যদি (-) ড্যাস থাকে সেক্ষেত্রে এই ড্যাসটিকে বাদ দিতে হবে, আর যদি (/) স্লাশ থাকে সেক্ষেত্রে এটি কে বাদ দেওয়া যাবে না। স্লাশ সহ রিফারেন্স নাম্বারটি বসিয়ে দিতে হবে। এসএমএস করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন।
অ্যাপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করুন
অ্যাপস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়াটা একটু জটিল অনেক সময়ে সার্ভারের সমস্যার কারণে ঝামেলা হয়। তবে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত তথ্য দেখতে চান এবং ড্রাইভিং লাইসেন্স এর সাথে ভোটার আইডি কার্ড সম্পর্কে জানতে চান তাহলে অ্যাপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করা ভালো হবে।
মোবাইল অ্যাপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার অ্যাপ্লিকেশন টির নাম হল DL CHACKER, এই এপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এর জন্য গুগল প্লেস্টোরে গিয়ে DL CHACKER লিখে সার্চ করুন অথবা DL CHACKER লেখার উপরে ক্লিক করুন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করলে ড্রাইভিং লাইসেন্স সহ আপনার ভোটার আইডি কার্ডের তথ্য এবং আপনার ছবি চলে আসবে। এছাড়াও এখানে আপনার জন্ম তারিখ, নাম, লাইসেন্স এর মেয়াদ ইত্যাদি তথ্য থাকবে।
উপরে উল্লেখিত প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে DL CHACKER অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে পারবেন। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স জানার অন্যতম সহজ উপায় হলো DL CHACKER অ্যাপ্লিকেশন।
স্মার্ট কার্ড জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি স্মার্ট কার্ড হিসেবে চান সেক্ষেত্রে যে সকল কাগজপত্র জমা দিতে হবে।
- নির্ধারিত ফরম পূরণ করতে হয়।
- ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রদানকৃত মেডিকেল সার্টিফিকেট।
- পুলিশি তদন্ত প্রতিবেদন।
- পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- নির্ধারিত ফি (পেশাদার – ১৬৭৯/- এবং অপেশাদার – ২৫৪২/-টাকা)
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে যেসকল কাগজপত্র প্রয়োজন
ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে নির্ধারিত একটি মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পুনরায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার প্রয়োজন হয়। সাধারণত পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ হয়ে থাকে ৫ বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ হয় ১০ বছর।
ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য নবায়ন করতে নির্দিষ্ট কিছু কাগজপত্র প্রয়োজন। তাই যাদের ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা নবায়ন করতে যাবার পূর্বে এই বিষয়টি জেনে যাওয়া উচিত। ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
- নির্ধারিত ফরম পূরণ করে আবেদন।
- নির্ধারিত ফি জমাদানের রশিদ।
- রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রদানকৃত মেডিকেল সার্টিফিকেট।
- ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ও পাসপোর্ট এর ফটোকপি।
- পুলিশি তদন্ত প্রতিবেদন।
- সদ্য তোলা এক কপি স্ট্যাম্প সাইজের ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
প্রিয় পাঠক বৃন্দ আশা করি ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো ? আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যদি অন্য কোন প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন।