আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড কীভাবে করবেন জানেন না তাহলে আজকের এই কনটেন্টে আপনার জন্য| খুব সহজ উপায়ে আমরা টি করতে পারি| আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে খুব সহজেই নতুন আইডি কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন| NID card ডাউনলোড করতে আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে|
জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইট https://services.nidw.gov.bd/
ভোটার আইডি কার্ড কেন ডাউনলোড করব
আপনি যদি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাক তাহলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে| কেন যেকোনো কাজ করতে যান না কেন আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড দরকার হবে| অফিস-আদালত ,কিংবা সরকারি চাকরির ক্ষেত্রে, ব্যাংক একাউন্ট খোলার জন্য ইত্যাদি দৈনন্দিন কাজে আমাদের ভোটার আইডি কার্ডের প্রয়োজন আছে|
ভোটার আইডি কার্ড কি কি কাজে লাগে
আপনি যদি নতুন ভোটার অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড ডাউনলোড বা চেক করতে হবে| কেননা আপনার ভোটার আইডি কার্ড ছাড়া বর্তমানে কোন কাজেই সম্পূর্ণ করতে পারবেন না| আমাদের দৈনন্দিন জীবন ভোটার আইডি| বর্তমান যে কোন ধরনের কাজ করতে যাবেন ভোটার আইডি কার্ড ছাড়া কোনো কাজেই করা সম্ভব নয়| ভোটার আইডি বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হয়| কৃষিকাজে ভোটার আইডি কার্ড দরকার হয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো| যেমন
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
- জাতীয় পরিচয় পত্র তৈরি করতে
- ভোটের তালিকা নাম করতে
- বিবাহ আবদ্ধ হলে
- যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দান করার ক্ষেত্রে
- জমিজমা রেজিস্ট্রেশন করতে
- ব্যাংকেযেকোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে
- ট্রেড লাইসেন্স প্রাপ্তি
ইত্যাদি এসব কাজ আমরা ভোটার আইডি কার্ড ছাড়া কোনভাবেই করতে পারিনা | তাই আমাদের ভোটার আইডি কার্ড একান্ত প্রয়োজন ও দরকার হয়ে পড়ে |
ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা যা লাগবে
আপনি যদি ভোটার আইডি কার্ড চেক করতে করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে| কি কি ডকুমেন্টস লাগবে তাই নীচে বিস্তারিত আলোচনা করা হলো|
- ভোটার নিবন্ধন ফরমের স্লিপ
- জন্ম তারিখ
- স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ( বিভাগ, জেলা ,উপজেলা)
- কম্পিউটার ল্যাপটপ বা স্মার্ট ফোন
- একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার
- অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেটির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে
উপরে থাকা এসব তথ্য গুলো দিয়ে বা ডকুমেন্টসগুলো দিয়ে আমরা খুব সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারি|
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
আপনি যদি ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করতে চান কিন্তু কোন পদ্ধতি জানা নেই| তাহলে আজকে আমি আপনাদের পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে নিজে নিজে ঘরে বসে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন| মূলত এটি করা কোন কঠিন কাজ নয়| নিচে দেওয়া পদ্ধতি গুলো অনুসরন করে খুব সহজেইNID card ডাউনলোড করতে পারবেন|
প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সরকার অনুমোদিত অ্যাপস ডাউনলোড করতে হবে| কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন নিচে দেওয়া হল|
- প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যান|
- এবং উপরে থাকা সার্চ বক্সে (NID Wallet) লিখে সার্চ করুন|
- কিছু সময় অপেক্ষা করলে এবং দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি Apps চলে আসছে|
- এখন ইনস্টল বাটনে ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে|
- মূলত এই অ্যাপটির মাধ্যমে আপনি ফেইস ভেরিফিকেশন করবেন|
জাতীয় পরিচয় পত্র ও একাউন্ট রেজিস্ট্রেশন ও লগইন
স্লিপ নম্বর, জাতীয় পরিচয় পত্র, ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে এনআইডি সেবার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে| আপনি যদি 2019 এর পর মোটা হয়ে থাকেন হয়তো আপনার ভোটার আইডি স্লিপ আছে| তাহলে আপনি খুব সহজেই জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন| চলুন কিভাবে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন বা লগইন করবেন জেনে নেয়া যাক|
প্রথম ধাপঃ জাতীয় পরিচয় পত্রের একাউন্ট খুলতে হবে. একাউন্ট খোলার জন্য এই লিংকে যান| আপনাদের সামনে এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
- রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন|
- জাতীয় পরিচয় পত্র বা ফরম নম্বর স্থানটিতে 16 বা 17 ডিজিটের নম্বরটি বসান|
- এবং জন্মতারিখ স্থানে সঠিক জন্ম তারিখটি দিন|
- মনে রাখবেন আপনাকে অবশ্যই সঠিক জন্ম তারিখটি বসাতে হবে না হলে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড ব্যর্থ হবেন|
- তারপরে নিচে জল ছাতার মধ্যে যে শব্দগুলো আছে চটি সঠিকভাবে বসান
- সম্পূর্ণ কার্যক্রম শেষ হলে এখন সাবমিট বাটনে ক্লিক করুন|
দ্বিতীয়তঃ এই ধাপে আপনাকে অবশ্যই আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা ( বিভাগ ,জেলা, উপজেলা) দিতে হবে|
তৃতীয় ধাপঃ উপরের তথ্যগুলো সঠিক হলে আপনার মোবাইল নাম্বার দেখানো হবে| বা আপনি সচল একটি মোবাইল নম্বর দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন| অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি হাতে থাকতে হবে কারণ ওটাতে ওটিপি পাঠানো হবে| ওটিপি কোড ভেরিফিকেশন কোড এবং বার্তা পাঠানো ক্লিক করুন|
চতুর্থ ধাপঃ এবার আপনি যেই ফেস ভেরিফিকেশন এর জন্য অ্যাপসটি ইন্সটল করেছিলেন সরাসরি সেটি ওপেন করুন| আপনার ফেইস ভেরিফিকেশন জন্য একটি কিউআর কোড দেখতেপাবেন | যে মোবাইলে আপনি এনআইডি ইন্সটল করেছেন সেই মোবাইলটি হাতে নিন অ্যাপ টি ওপেন করুন এবং কিউ আর কোড স্ক্যান করুন| এখন আপনি যেটা করবেন সেটি হল 3 সাইট থেকে আপনার 3 তুই ছবি নিবেন| আপনার ভেরিফিকেশন সম্পন্ন হলে নিচে থাকা এরকম একটি পেজ ওপেন হবে| এখানে আপনার পাসওয়ার্ড সেট করুন|
পঞ্চম ধাপঃ পাসওয়ার্ড সেট করার পরে এখন জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটে গিয়ে লগইন হয়ে যাবে |আপনি আপনার ছবি প্রোফাইল দেখতে পাবেন যা দেখতে এরকম হবে| নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড দেখা দেখতে পাবেন| এখন ডাউনলোডের উপর ক্লিক করুন . ডাউনলোড করে নিন|
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম 2022
ভোটার আইডি কার্ড ডাউনলোড সংক্রান্ত যত প্রশ্ন
ভোটার আইডি কার্ড কিভাবে বানাবো?
উত্তরঃআপনার বয়স 18 বছর বা তার বেশি হলেই আপনি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন|
মোবাইল নাম্বার দিয়ে কি ভোটার আইডি কার্ড ডাউনলোড
উত্তরঃ না| আপনি কখনোই মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না| মোবাইল নাম্বারটি নেয়া হয় মূলত তথ্য হালনাগাদ করার জন্য|
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কি?
উত্তরঃ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে আপনাকে প্রথমে থানায় জিডি করতে হবে| মূল কপি সংযুক্ত করে রি ইস্যু জন্য আবেদন করতে হবে|
ভোটার আইডি কার্ড ডাউনলোড নিয়ে শেষ কথা
উপরে যেসব পদ্ধতি গুলো আলোচনা করা হলো এসব পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি ঘরে বসে নিজে নিজেই চাইলে এটি করতে পারবেন| এতে আপনার ঝামেলা কম হবে এবং বাড়তি খরচ হবে না| আশা করি আজকের এই আর্টিকেল দ্বারা কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পেরেছি| দয়া করে সাথেই থাকবেন|
ধন্যবাদ সবাই
Pingback: Nid কার্ড করতে কি কি লাগে -
Pingback: নতুন ভোটার আইডি কার্ড চেক | NID Card Check - Trick Services