জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চাই কিন্তু কিভাবে যাচাই করবেন জানেন না তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য| জন্ম নিবন্ধন বিভিন্ন পদ্ধতিতে যাচাই করা যায় অনলাইনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে জন্ম তারিখ দিয়ে ইত্যাদি ভাবে আমরা জন্ম নিবন্ধন যাচাই করতে পারি| মূলত জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ কাজ| আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে সহজেই নিজের জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন| কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন বিস্তারিত আলোচনা করা হলো|
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে| অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ একটা ব্যাপার| আপনি চাইলে মোবাইলের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন | অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম নিচে আলোচনা করা হলো
প্রথমতঃ প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে| ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে (everify.bdris.gov.bd) লিখে সার্চ করুন|এখন আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যান| এবং আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যান এবং নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন| খালি ঘরগুলো প্রথম টিতে 17 ডিজিটের জন্ম নিবন্ধন এবং দ্বিতীয় টি তে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন|
দ্বিতীয়তঃ এখন আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর টি বসান| যেমন(21546871545545)| জন্ম তারিখ খালিঘরে সঠিক তারিখ টি দিন| মনে রাখতে হবে যে জন্ম নিবন্ধন যাচাই yyyy md dd বলতে মূলত প্রথমত আপনার জন্ম সাল, দ্বিতীয়তঃ জন্ম নিবন্ধন মাস, এবং তৃতীয়তঃ জন্ম তারিখ দিতে হবে| আপনি ভুলে বছরের স্থানে মাস বা দিন উল্লেখ করেন তাহলে আপনার জন্ম নিবন্ধন যাচাই ব্যর্থ হবে|
তৃতীয়তঃ এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সার্চ করুন ওটাতে ক্লিক করুন|
জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস Apps
আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন| তার জন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে| যেমন
- প্রথমে গুগল প্লে স্টোর9 Google Play Store) অ্যাপস টি ওপেন করুন|
- এখন সার্চ বাটনে এটি লিখে সার্চ করুন( জন্ম তথ্য যাচাই নিবন্ধন)|
- তারপর ইন্সটল করুন বাটনে ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করার পর অ্যাপসটি ডাউনলোড|
- অ্যাপস টি ওপেন করুন এখন এরকম একটি ইন্টারফেস আসবে|
- নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন|
- তথ্যগুলো সঠিক ভাবে হলে আপনার জন্ম নিবন্ধন সকল তথ্য গুলো দেখতে পাবেন|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা [ ONLINE BDRIS ]এর তথ্য যাচাই করার জন্য একটি প্রস্তুত করেছেন|
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
আপনি যদি জন্ম নিবন্ধন করে থাকেন সেটি অনলাইনে আছে কিনা বা কোন ভুল ত্রুটি আছে কিনা তা যাচাই করার প্রয়োজন হতে পারে| জন্ম নিবন্ধন সঠিক কিনা বা কোন সমস্যা আছে কিনা তা জানার জন্যই আমরা জন্ম নিবন্ধন যাচাই করে থাকে| জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ একটা বিষয়| আপনি চাইলে ঘরে বসে নিজে নিজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারেন|
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন করার পরে সেটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করার প্রয়োজন হয়| জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়| যেসব নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় চলুন জেনে নেয়া যাক|
- প্রথমে ব্রাউজার সিলেক্ট করে নিন |
- সার্চ বাটনে গিয়ে (everify.bdris.gov.bd) লিখে সার্চ করুন|
- এখন আপনাদের সামনে জন্ম নিবন্ধন তথ্য একটি ওয়েবসাইট চলে আসবে|
- আপনার সিলেটে থাকা 17 ডিজিটের নাম্বারটি জন্মনিবন্ধনের খালি ঘরে দিন|
- শিল্পে থাকা জন্মতারিখ সঠিকভাবে খালি করে দিন|
- সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন|
- আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন (উদাহরণ- 19860915428117351)। Date of Birth এই বক্সে জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন যাচাই YYYY MM DD । এরপর নিচের ক্যাপচাটি পূরণ করুন। নিচের বাম পাশের Search বাটনে ক্লিক করুন।
এসব ইনফর্মেশন গুলো দিয়ে খুব সহজ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারি|
বিস্তারিত জেনে আসতে পারেন জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই 2022
জন্ম নিবন্ধন যাচাই সনদ ডাউনলোড
আপনি চাইলেই অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না| জন্ম নিবন্ধন সনদ শুধুমাত্র আপনার ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র নির্ধারিত পরিচালক ডাউনলোড করতে পারবে| আপনি চাইলে শুধু অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন| প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি এডমিন প্যানেল থাকে সেখান থেকে তারা তাদের নির্বাচনী এলাকার জন্ম-মৃত্যু তথ্য সংকলন করতে পারে| আপনি চাইলে শুধু জন্ম তথ্য যাচাই করে সেটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন|
নাম ও মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
অনলাইনে নাম্বার মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না| যখন জন্ম নিবন্ধন আবেদন করা হয় তখন মূলত আপনার নাম এবং মোবাইল নাম্বার আপনার তথ্য হালনাগাদ করার জন্য নেয়া হয়| যাতে কোনো ভুল তথ্য হলে আপনাকে কল করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে| তাই বলা যায় না মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না|
ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই
আমরা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা তা যাচাই করার প্রয়োজন বোধ করি| আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা বা জন্ম নিবন্ধন কোন ভুল ত্রুটি আছে কিনা তা যাচাই করা প্রয়োজন হয়| আপনি চাইলে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করে ডাউনলোড করতে পারবেন| অনেক সময় 17 ডিজিট বারো ডিজিট জন্ম নিবন্ধন নাম্বার দিও সার্চ করলেও (NO RECORD FOUND )আসতে পারে| তার 2 দুটি কারণ হতে পারে|
প্রথমতঃ আপনার জন্ম নিবন্ধন তথ্য ভুল হতে পারে বা জন্মতারিখ ভুল হতে পারে|
দ্বিতীয়তঃ আপনার 01/01/2001 এরপূর্বে অথবা আপনার তথ্যগুলো হাতে লেখা যা অনলাইনে ডাটাবেস অন্তর্ভুক্ত হয়নি| এসব সমস্যাগুলো সমাধানের উপায় হলো আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে |
জন্ম নিবন্ধন বিষয়ে প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ নাম দিয়ে জন্ম তথ্য যাচাই করা যায়?
উত্তরঃ কথাটি সম্পূর্ণ ভুল. নাম দিয়ে কখনই জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা সম্ভব নয়|
প্রশ্নঃ জন্ম নিবন্ধন তথ্য যাচাই যাচাইয়ের লিংক?
উত্তরঃ লিঙ্কের জন্য এটি ফলো করুন (ever ify.bdris.gov.bd )
প্রশ্নঃ জন্ম নিবন্ধনের জন্য কোন অ্যাপস আছে কি?
উত্তরঃ হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধনের জন্য অ্যাপস আছে।| তা হল ( জন্ম তথ্য যাচাই ও নিবন্ধন)Play store দিলেই পেয়ে যাবেন|
ধন্যবাদ সবাইকে
Sabbir
kake bolsen