নিজে নিজে ভোটার হন অনলাইনে যারা এখনো পর্যন্ত ভোটার এবং NID card কার্ড করেননি তারা চাইলে মোবাইল দিয়ে ঘরে বসে করে নিতে পারেন | এজন্য আপনার বয়স 18 প্লাস হতে হবে| শুধু দেশে নয় এখন থেকে বিদেশীরাও হাতে থাকায স্মার্ট ফোন দিয়ে নিজে নিজে ভোটার হতে পারেন |আজকের কনটেন্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে |
প্রথমে চলে যাবেন Chorome App এ | এরপর সার্চ বাটনে service.nidw.gov bdলিখে সার্চ করুন
Table of contents
- একাউন্ট নিবন্ধন |
- বিস্তারিত প্রোফাইল |
- কি কি কাগজপত্র লাগবে |
- নিশ্চিত করুন |
- একাউন্টস নিবন্ধন যেভাবে করবেন |
ঘরে বসে নিজে নিজে একাউন্টস নিবন্ধন করতে চাইলে আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে| ধাপ গুলো এক এক করে সব গুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ| প্রথমে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে
একাউন্ট সম্পর্কে প্রোফাইলের বিস্তারিত আলোচনা
এখন আবেদন করুন ওই স্থানটি তে ক্লিক করুন |ক্লিক করার পরে আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দিন |
এরকম ইন্টারফেস আসার পরে একাউন্ট এবং | নাম ইংরেজিতে লিখতে হবে, পরবর্তী স্থান জন্ম তারিখে ,আপনার সঠিক জন্ম তারিখ দিন | তারপরে দেখুন নিচে স্ক্রল করে বহাল অপশনটিতে ক্লিক করুন| তারপরে আপনাকে অন্য একটি ইন্টারফেস নিয়ে যাওয়া হবে ইন্টারফেসটি দেখতে এরকম হবে |
See more
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম 2022
ঠিক স্থানটিতে আপনার সঠিক মোবাইল নম্বরটি প্রবেশ করান | প্রবেশ করানোর পরে দেখুন নিচে লেখা আছে বার্তা পাঠান ঠিক ওইখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে
এবং ইন্টারফেসটি পরিপূর্ণভাবে আপনার সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করুন পরবর্তীতে আপনি আপনার ফর্মটা সাবমিট করুন|
কাগজপত্র যা যা লাগবে
নিজে নিজে ভোটার হন অনলাইনে
প্রথমত কাগজপত্রের কোনো প্রয়োজন নেই তাই আবেদনপত্র করার জন্য কোন ধরনের কাগজের প্রয়োজন নেই |
আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করুন এবং ফুল ফর্ম টি সাবমিট করুন |
নিবন্ধনটি পরিপূর্ণ হওয়ার পরে যখন হাতে পাওয়ার পরে আপনার যা যা লাগবে তা নিচে আলোচনা করা হলো
ফরমটি হাতে পাওয়ার পরে আপনার যা প্রয়োজন হবে
নিজে নিজে ভোটার হন অনলাইনে
স্কুল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি| সত্যায়িত ফটোকপি না থাকলে প্রবেশপত্র দিন | পিতা-মাতার এনআইডি কার্ডের NID card এর ফটোকপি দিন |
চেয়ারম্যানের সনদ পত্র দিতে হবে | আর যারা শহরে বসবাস করেন তারা কমিশনের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে তারপর আপনার জন্ম সনদ পত্রের সত্যায়িত কপি ওই কাগজপত্রগুলো জমা দেয়ার পর ফরমের 34 তম দেখবেন শনাক্তকারী এনআইডি চেয়ারম্যান মেম্বারের এনআইডি কার্ড নাম্বার দিতে হবে এবং তার স্বাক্ষর দিতে হবে |
অথবা শহরে থাকলে
আপনি যদি শহরে থাকেন তাহলে কমিশনারের কাজ থেকে সকল কাগজপত্র যোগ করে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে জমা দিন | এবং সাবমিট করুন |
এরপরে কিছুদিন অপেক্ষা করুন |নির্বাচন কমিশনার অফিস থেকে আপনার কাছে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে | কত দিনের মধ্যে আপনি আপনার নিবন্ধিত ফরমটি হাতে পাবেন | এরপর আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন কার্যালয়ে গিয়ে কথা বলুন এবং নিবন্ধিত ফ্রম তাদের কাছে জমা দিন|
কিছুদিন অপেক্ষা করুন তার মধ্যে আপনার এন আইডি কার্ডটি পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার কাছে দিয়ে দেয়া হবে |