Skip to content

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় |

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় স্মার্টফোন বা কম্পিউটারে থাকা ছবি যদি ভুলবশত ডিলিট হয়ে যায়| টেনশনের কোন কারণ নেই| কারণ ডিলিট হওয়া ছবি বা ভিডিও গুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন| অনেক সময় তাড়াহুড়া করে আমাদের গুরুত্বপূর্ণ ছবিগুলো ডিলিট হয়ে যায় |কিন্তু আমরা টেনশনে থাকি কিভাবে আমাদের ছবিগুলো ফিরে পেতে পারে| আজকের এই আর্টিকেলের মাধ্যমে সম্পন্ন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক | ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে জানব|

আরো পড়ুন  

ভিপিএন (VPN) কি? ভিপিএন কিভাবে কাজ করে

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

আপনি যদি মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পেতে চান তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে| অনেক সময় দেখা যায় ভুলবশত ক্লিক করে গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায় এর কারণে আমরা খুবই চিন্তিত থাকে| আসলে চিন্তিত হবার কোন কারণ নেই কারণ ডিলিট হওয়া ছবি আমরা খুব সহজেই সফটওয়্যার অ্যাপস ব্যবহার করে ফিরে পেতে পারি| ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো|

কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

আপনি যদি কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্য| পুরো পোস্টটি পড়লে আপনি আপনার ডিলিট হওয়া ছবি গুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন| এজন্য আপনাকে কম্পিউটারে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে|

  • প্রথম একটি ব্রাউজার সিলেক্ট করে নিন
  • এখন (Recuva) লিখে সার্চ করলে সফটওয়্যারটি চলে আসবে| যা দেখতে এরকম হবেডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • এখান থেকে (Download free version) লেখা বাটনে ক্লিক করুন| ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে (Free Download) ফ্রী ডাউনলোড অপশনে ক্লিক করুন|
  • ক্লিক করার পর ঠিক এরকম আরেকটি ইন্টারপ্রেট চলে আসবে  |ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • এখানে দুটি অপশন দেখতে পাবেন একটি টাকা দিয়ে কিনতে হবে| এবং অন্যটি ফ্রিতে পাওয়া যাবে|
  • আমরা মূলত ফ্রি ভার্সন ব্যবহার  করব | Free Download ক্লিক করার পর কিছু সময় ওয়েট করলে সফটওয়ারটি ডাউনলোড হয়ে যাবে|ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • এখন ডাউনলোড ফাইল এ ক্লিক করে  Yes  বাটনে ক্লিক করুন|
  • আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারনেট চলে আসবে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • Install   বাটনে Click  ক্লিক করে ইন্সটল হয়ে যাবে|
  • এখন  (Run Recuva)  রান রিকোভা তে ক্লিক করুন| ক্লিক করার পর দেখতে পাবেন সফটওয়ারটি অলরেডি রান করে  ফেলছে|
  • System (C) বাটনে ক্লিক করে আপনার যে ফোল্ডার থেকে ছবি ডিলিট হয়ে গেছে সেটি সিলেক্ট করুন|
  • এখন (Scan)  এসকান অপশনটিতে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন| যেসব ছবি আপনি ফিরিয়ে আনতে চান বা রিকভারি করতে চান তার উপরে টিক মার্ক দিয়ে চিহ্নিত করুন এবং নিচের দিকে রিকোভারি অপসন এ ক্লিক করুন  |ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • আপনি কোন ফোল্ডারে ছবি বা ভিডিও রিকভারি করতে চান সেটি সিলেক্ট করে Ok  বাটনে ক্লিক করলে আপনার ডিলিট হওয়া ছবি গুলো পুনরায় ফিরে পাবেন|

এসব পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা খুব সহজেই ডিলিট হওয়া ছবি রিকভারি করতে পারি|

মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

ভুলবশত কোন কারণে আপনার মোবাইল থেকে পছন্দের ছবিগুলো বা গুরুত্বপূর্ণ ছবিগুলো ডিলিট হয়ে গেছে| এখন আপনি খুবই চিন্তিত| আসলে এখানে চিন্তার কোনো অবকাশ নেই| কারণ যেকোনো ছবি ডিলিট হয়ে গেলে তা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব| আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে বিস্তারিত জানব|

  • এজন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে (Google Play Store) | 
  • এখন  Search বাটনে (DiskDigger)  এটি লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে|
  • nstall  বাটনে ক্লিক  করুন| কিছু সময় অপেক্ষা করলে Apps  টি ডাউনলোড হয়ে যাবে বা ইন্সটল হয়ে যাবে|
  • এখনOpen  বাটনে ক্লিক করুন| ওপেন বাটনে ক্লিক করার পরে   (Start Basic  Photo Scan) এখানে ক্লিক করুন|
  • ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
  • Click  ক্লিক করার পর আপনার যে সব ছবি ডিলিট হয়ে গেছে সব গুলো ছবি দেখতে পাবেন|
  • আপনি  যেসব ছবিগুলো রিকভারি করতে চান তার পরে টিক মার্ক দিয়ে চিহ্নিত করুন| এবং রিকভারি অপশনে ক্লিক করুন|
  • ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে মাঝখানের অপশন টি ক্লিক দিন| এবং OK  বাটনে ক্লিক করে দিন| ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবেNo Thanks  অপশন টি ক্লিক করে দিন|

তাহলে আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি গুলো ফিরে পাবেন |

আরো পড়ুন 

PTC সাইট থেকে কি টাকা ইনকাম করা যায়?

যেসব  Apps অ্যাপস দিয়ে  ছবি রিকভারি করা যায়

আপনি পেলেএসটোর বা গুগল ক্রোমে গিয়ে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার জন্য সফটওয়্যার বা অ্যাপস সার্চ দিলে অনেক অ্যাপস বা সফটওয়্যার পাবেন |তার মধ্যে  আমার দুটি অ্যাপস সফটওয়্যার খুবই ভালো লেগেছে আজকে আমি আপনাদেরকে Apps  দুটি সাথে পরিচয় করিয়ে দেবো|

ULT Data

মূলত এই অ্যাপসটি ব্যবহার করা হয় মোবাইল এর ক্ষেত্রে| মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার জন্য ইউ এল টি ডাটা অ্যাপসটি ব্যবহার করা হয়| এই অ্যাপস দুটি ছবি রিকভারি করতে পারবোনা| তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই অ্যাপসটি মূলত দুটি ভার্সনে পরিচালিত হয় একটি হল ফ্রী ভার্সন এবং অন্যটি হলো প্রেমিয়াম ভার্শন| আমরা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে একাধিক ছবি| করতে পারি

Recuva

রিকোভা অ্যাপসটি মূলত কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি রিকভারি করার জন্য ব্যবহার করা হয়| এই অ্যাপস এর মাধ্যমে আমরা খুব সহজেই  আমাদের পছন্দের ছবিগুলো রিকভারি করতে পারি| তবে আপনি  এক্ষেত্রে একসাথে অনেক ছবি রিকভারি করতে পারেন| এটি বাসনা থাকে একটি হলো সেই ভাষণ এবং অন্যটি হলো প্রেমিয়াম ভার্শন| আপনি মন চাইলে প্রিমিয়ামও ব্যবহার করতে পারেন  |

আজকের পোষ্ট নিয়ে আমাদের শেষ কথা

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানলাম ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় | কি | উপরে যে সব বিষয় নিয়ে আলোচনা করা হলো আপনারা খুব মনোযোগ সহকারে বিস্তারিত পরে খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পেতে পারেন| তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে|

ধন্যবাদ সবাইকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *