ই টিন সার্টিফিকেট করার নিয়ম এখন থেকে আপনাকে আর ইডেন সার্টিফিকেটের জন্য কুকিং ধরতে হবে না| আপনি চাইলে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে e-tin সার্টিফিকেট করে দিতে পারেন| কিভাবে ইটেন সার্টিফিকেট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো| আপনি যদি নিজে নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে টিন সার্টিফিকেট করতে চান তাহলে আজকের কন্টেন্টটি আপনার জন্য|
টিন সার্টিফিকেট কি
ই টিন সার্টিফিকেট করার নিয়ম
টিন সার্টিফিকেট কি ? টিন সার্টিফিকেট হল একটি বিশেষ নাম্বার যার সাহায্যে বাংলাদেশের করদাতাদের সনাক্ত করা হয়| টিন এর পূর্ণরূপ TIN (taxpayer identification number)টিন সার্টিফিকেট ইন করা থাকে তার পরিচয় বহন করে| বাংলাদেশের ক্ষেত্রে টিআইএন TIN নাম্বার 12 ডিজিটের হয়ে থাকে|
টিন সার্টিফিকেট করার নিয়ম
টিন সার্টিফিকেট বর্তমানে মোবাইল এর মাধ্যমে সঠিক তথ্যের মাধ্যমে তৈরি করা যায়| আপনার হাতে থাকায় স্মার্ট ফোন দিয়ে কিভাবে খুব সহজেই টিন সার্টিফিকেট তৈরি করা যায় আজকে আমরা
আপনাদেরকে এই বিষয়ে জানাবো দয়াকরে সাথেই থাকবেন| অনলাইন 3সার্টিফিকেট তৈরি করে তেমন কোনো কঠিন কাজ নয়| এখানে ধাপে ধাপে টিন সার্টিফিকেট তৈরি করা যায় |
See more https://secure.incometax.gov.bd/
প্রথমত
টিন সার্টিফিকেট তৈরি করতে হলে আপনাকে বাংলাদেশ রাজস্ব বোর্ডের ওয়েব যেতে তার জন্য ক্রোম ব্রাউজার সার্চ (e TIN) লিখে সার্চ দিন আপনার সামনে এখন বাংলাদেশ রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটের উপর ক্লিক করুন| এখন দেখুন আপনার সামনে এরকম একটি নেরভে চলে আসবে রেজিস্টার অপশনটিতে ক্লিক করুন এছাড়াও চাইলে
https://secure.incometax.gov.bd এই লিঙ্ক চলে জান|
দ্বিতীয়তো
রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে| এখন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে| এক্ষেত্রে একটি স্ট্রং ইউজার আইডি কোড দিন, পাসওয়ার্ড দিন, এবং নিরাপত্তার জন্য একটি প্রশ্ন ও তার উত্তর দিতে হবে সেখানে রাজস্ব বোর্ড থেকে মাত্র 19 টি প্রশ্রয় দেয়া থাকবে তার মধ্যে যেকোনো একটি নির্বাচন করে আপনি আপনার উত্তর দিতে পারেন|
আর আপনি যদি উত্তর না দিতে চান আদার অপশন টি ক্লিক করুন| এবং একটু নিচে স্ক্রল করলে ভেরিফিকেশন লেটার দেখতে পাবেন উপরে জলসার স্থানটিতে যে লেখাগুলো দেখতে পাবেন অতি ভেরিফিকেশন লেটার এর স্থানে প্রবেশ করান এবং রেজিস্টার নাও ক্লিক করুন|
তৃতীয়তঃ
রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার কাছে একটি কোড আসবে| এক্টিভেশন কোড টি অ্যাক্টিভেশন স্থানে প্রেস করুন এবং একটিভেট বাটনে ক্লিক করুন|
চতুর্থ ধাপঃ
আপনার দেয়া সঠিক ইউজার আইডিটি এবং পাসওয়ার্ড প্রেস করুন এবং লগ ইন এ ক্লিক করুন|
পঞ্চম ধাপ
লগইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেজ চলে আসবে |এখানে পেটের বাম দিকে টিন অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে|
ষষ্ঠ ধাপ
টিন সার্টিফিকেটের আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র দরকার হবে নিচে খুব সহজভাবে উল্লেখ করা হলো|
প্রথমত আপনার আইডি নাম্বার ব্যবহার করে টিন সার্টিফিকেট তৈরি করা হবে তা নির্বাচন করতে হবে|
এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে ট্রেড লাইসেন্স সহ আরো অনেক কিছুই হতে পারে|| নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন|
আই এর উৎস কোন কোন খাত থেকে আসে তার বেশ কিছু ইনফর্মেশন প্রদান করতে হবে
এই ঘর গুলো পরিপূর্ণ কমপ্লিট হলে নিচের লেখা অপশনটিতে ক্লিক করতে হবে|
সপ্তম ধাপ
আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে| এক্ষেত্রে আপনার পিতা মাতার নাম জন্ম তারিখ ইত্যাদি বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে এখানে যেন আপনার সঠিক জন্মতারিখ স্থায়ী ঠিকানা প্রবেশ করুন| সকল তথ্য গুলো সঠিকভাবে সম্পন্ন হলে নতুন অপশন টি ক্লিক করুন|
অষ্টম ধাপ
আগে যেসব তথ্য বা ইনফরমেশন যোগ করেছেন সব গুলো সঠিক ভাবে হয়েছে কিনা চেক করে নিতে পারেন| এবং কেউ চাইলে এখান থেকে তথ্যগুলো বা পিডিএফ ফাইল ডাউনলোড করে যে কোন কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারে| অথবা আপনি যদি আগেই আপনার টিন সার্টিফিকেট কি দেখতে চান তাহলে ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করুন এরপর এই আবেদনকারী টিন সার্টিফিকেট স্ক্রিনে দেখতে পাবেন|