অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন রোমানিয়া ভিসা সম্পর্কে। এছাড়া আরো অনেকে জানতে চেয়েছেন বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে কিনা।
আজকের এই পোস্টে আমরা রোমানিয়া ভিসা সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে রোমানিয়া সরকার প্রায় ৪৮ হাজার কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন সেই দেশের গণমাধ্যম।
পূর্বের তুলনায় বর্তমানে রোমানিয়ায় যার খরচ তুলনামূলকভাবে একটু বেশি। এছাড়া আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো রোমানিয়া যেতে কত টাকা লাগে, রোমানিয়া যেতে বয়স কত লাগে।
আরো দেখে আসতে পারেনঃ
রোমানিয়া দেশ কেমন
রোমানিয়া ভিসা সম্পর্কে জানার আগে রোমানিয়া দেশ কেমন সেটি জানা উচিত।দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র।এর উত্তর পর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিনে বুলগেরিয়া ।স্বাধীনতার পূর্বে এটি উসমানীয় সাম্রাজ্যের একটি অংশ ছিল।
আয়তন : 2,38,397( কি মি ) কিলোমিটার| অথবা 92,045 ( মা) মাইল।
জনসংখ্যা: 2011 আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 20,121,641। এবং রোমানিয়া সর্বশেষ 2019 আপডেট আনুমানিক জনসংখ্যা 19,401,658।
মাথাপিছু আয়: 2019 অনুযায়ী মোট আয় আনুমানিক $243694 (Billion Dollar)।
এবং মাথাপিছু আয় $27, 998।
মুদ্রা: রোমানিয়া মুদ্রা Romanian LEU (RON)
রোমানিয়া ভিসা ২০২৩
রোমানিয়া কাজের ভিসা বাংলাদেশ চালু আছে| বাংলাদেশ থেকে বর্তমানে সব দেশের ভিসা চালু করে দেয়া হয়েছে।বাংলাদেশ ,ভারত ,নেপাল ,পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে রোমানিয়া স্টুডেন্ট ভিসা, রোমানিয়া কাজের ভিসা সব দেশের যাবতীয় কার্যক্রম চালু রয়েছে।
জারা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান তারা খুব সহজেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অথবা নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
বর্তমানে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে। রোমানিয়া কাজের ভিসা নিয়ে প্রতিবছর হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছে। রোমানিয়া ভিসা পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। যেমন
পাসপোর্ট: ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীকে একটি ভেলিড পাসপোর্ট জমা দিতে হবে।প্রস্থান এর পর থেকে পাসপোর্ট এর মেয়াদ ছয় মাস থাকতে হব।
ভিসা আবেদন: সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।আবেদন ফরম Blog Word ব্যবহার করতে হবে করতে হবে।
ছবি প্রদান:আবেদনকারীকে অবশ্যই ল্যাব প্রিন্ট ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে।
কভার লেটার: রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা খরচ বহন করবে বা কারা দায়ী থাকবে ইত্যাদি বিষয় এই কভার লেটারে উল্লেখ থাকতে হবে। এবং লেটার ফ্রম এ আবেদনকারীকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। এরপরে আবেদন ফরম টি দূতাবাস নয়াদিল্লির অফিসে পাঠাতে হবে।
ব্যাংক স্টেটমেন্ট: পারমিট ভিসা বা রোমানিয়া কাজের ভিসা জন্য ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে অনুমোদিত ব্যাংক শাখার এবং ব্যাংকের নাম ব্যাংকের নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে|
আরো অনেক ধরনের ডকুমেন্টস এর সাথে দিতে হয় তবে উল্লেখযোগ্য যেসব ডকুমেন্টগুলো দেয়া দরকার সেসব নিয়ে আলোচনা করা হলো।
আরো দেখে আসতে পারেনঃ
রোমানিয়া ভিসা প্রসেসিং
এখন থেকে নো রোমানিয়া ভিসা প্রসেসিং বাংলাদেশ থেকে করা যাবে। পূর্বের মতো আর নয় দিল্লিতে গিয়ে ভেসে প্রসেসিং করার কোন প্রয়োজন নেই। এখন বাংলাদেশে বসেই রোমানিয়া দূতাবাসের মাধ্যমে রোমানিয়া যেকোনো ভিসার কার্যক্রম চালানো যাবে।
বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন। এর জন্য আপনাকে সরকার নিবন্ধিত যেসব এজেন্সি রয়েছে সেগুলো থেকে ভেসে প্রসেসিং করা ভালো হবে।
রোমানিয়া যেতে কি কি কাগজপত্র লাগবে
অনেকে মনে করে Romania Visa পাওয়া খুবই সহজ বিষয়| আসলে ব্যাপারটা এরকম নয়।প্রত্যেকটি দেশের ভিসা পাওয়ার জন্য কিছু নিয়মকানুন বা কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়।রোমানিয়া যেতে যেসব কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন দানিশ এর বিস্তারিত উল্লেখ করা হলো।
- একটি অরজিনাল পাসপোর্ট এর প্রয়োজন হবে।তবে মনে রাখতে হবে প্রস্থানের পর থেকে পাসপোর্ট এর মেয়াদ 6 মাস থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মিনিমাম ছয় মাসের ট্রাভেল ইন্সুরেন্স
- ভিসা আবেদন ফরম
- ভিসা বুকিং টিকেট কনফার্ম করতে হবে
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি| তবে ল্যাব প্রিন্ট থাকা ভালো। এতে আপনার ছবি অনেক দিন সংরক্ষণ করা যাবে।
- য়ার্ক পারমিট ভিসার একটা ফটোকপি
- ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল কপি
- কভার লেটার ফটোকপি
উপরোক্ত তথ্যগুলো দিয়ে প্রবাসীকল্যাণ এম্বাসি অথবা অফিসে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারেন।
রোমানিয়া কাজের ভিসা
বর্তমানে রোমানিয়া কাজের ভিসা চালু রয়েছে ।বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে কাজের ভিসা নিয়ে মানুষ রোমানীয় পাড়ি জমাচ্ছে।রোমানিয়ায় কাদের চাহিদা থাকায় প্রতিবছর অনেক লোক কাজের বিষয় নিয়ে রোমানিয়ায় যাচ্ছে।রোমানিয়া কাজের ভিসার মধ্যে যেসব বিষয়ে পড়ে যেমন শিল্প-কারখানার কার কৃষিকাজ ড্রাইভিং হোটেল-রেস্টুরেন্ট কাঠমিস্ত্রি ইত্যাদি বিষয় নিয়ে রোমানিয়ায় যাওয়া যায়।
রোমানিয়া স্টুডেন্ট ভিসা
রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আজকাল অনেক স্টুডেন্ট সেখানে হায়ার ডিগ্রী অর্জনের জন্য পাড়ি জমাচ্ছে।এক্ষেত্রে রোমানিয়ায় আপনি ফ্রিতে বসবাস করার সুযোগ পাবে।বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে খুব সহজেই স্কলারশিপ নিয়ে student’s রোমানিয়া স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং খুব সহজে শেখানো পড়ালেখার জন্য যেতে পারে।এবং রোমানিয়ায় লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম জব করে আশানুরূপ ইনকাম করতে পারে। রোমানিয়া স্টুডেন্ট ভিসার জন্য কত খরচ হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি
রোমানিয়ায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে| বর্তমানে ইউরোপের যেসব দেশগুলোতে মানুষ কাজের জন্য জায় তার মধ্যে রোমানিয়া অন্যতম। রোমানিয়ায় বর্তমানে সবচাইতে যেসব কাজের চাহিদা বেশি তা হল বর্তমানে নির্মাণ খাতে ব্যাপক ভাবে শ্রমিকের চাহিদা রয়েছে রোমানিয়াতে।যারা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং করে Romania পাড়ি জমাতে চান তাদের জন্য সবচাইতে ভালো জায়গা হল রোমানিয়া। এছাড়া রোমানিয়ায় হোটেল জব ভিসার প্রচুর চাহিদা রয়েছে।
রোমানিয়া কোন কাজের কত টাকা বেতন
রোমানিয়া কোন কাজের কত টাকা বেতন তা সঠিকভাবে বলা যাবে না কারণ কাজের উপর নির্ভর করে কাজের বেতন ধরা হয়।আপনি যদি অধিক পরিশ্রম করতে পারেন এবং কাজের প্রতি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে বাংলাদেশের টাকায় টাকা মাসে 30000 হাজার টাকা থেকে শুরু করে 500000 পাঁচ লাখ টাকা বেতন পেতে পারেন।
রোমানিয়া জব ভিসা পেতে কতদিন সময় লাগে
রোমানিয়া জব ভিসা আবেদন করার পর থেকে 3 থেকে 4 মাসের মধ্যে রোমানিয়া যেতে পারবেন ।
রোমানিয়া যেতে কত টাকা লাগে
রোমানিয়া যেতে কত টাকা লাগে সেটা বলা কঠিন। ভিসার ধরন অনুযায়ী বলা যাবে রোমানিয়া যেতে কত টাকা লাগবে। তবে বাংলাদেশ সরকার নিবন্ধিত যেসব
রোমানিয়া যাওয়ার উপায়
আগে মানুষ জানত বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া অসম্ভব।মানুষ আগে রোমানিয়া যেতে হলে দিল্লি এম্বাসি দিয়ে রোমানিয়া যেতে হতো। এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার মাধ্যমে রোমানিয়া যেতে পারেন।তবে এসব এজেন্সি দিল্লির এম্বাসির মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকে।
রোমানিয়া ভিসা আপডেট ২০২৩
বর্তমানে রোমানিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে লোক যাচ্ছে বা নিচ্ছে| কথা হল আপনি কোন ক্যাটাগরিতে রোমানিয়া যেতে চান সেটি নির্ভর করে শুধু আপনার।করোনার কারণে প্রায় দীর্ঘ দুই বছর রোমানিয়ার বিশ্বের যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল ।এখন বর্তমানে বাংলাদেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান ইত্যাদি দেশ থেকে রোমানিয়া যাওয়ার জন্য ভিসা চালু রয়েছে।তাই আপনি চাইলে রোমানিয়া ভিসা অ্যাপ্লিকেশন করে রোমানিয়ার জমাতে পারেন।
রোমানিয়া ভিসা চেক
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা রোমানিয়া কাজের ভিসা জন্য আবেদন করার পরে আপনার ভিসার বর্তমান অবস্থা কি তা জানা খুবই প্রয়োজন । কিন্তু অনেকেই জানেন না কীভাবে রোমানিয়া ভিসা চেক করবেন।রোমানিয়া ভিসা চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন এখানে গিয়ে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে খুব সহজে রোমানিয়া ভিসা চেক কতটা ।
রোমানিয়া নিয়ে শেষ কথা
আশা করি আজকের পোস্ট ধারা কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পেরেছি ।আজকের পোস্টের মূল আলোচনা ছিল রোমানিয়া ভিসা ২০২৩ । উপরে উল্লেখিত যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এসব বিষয় মেনে একজন ব্যক্তি খুব সহজেই রোমানিয়া যেকোনো ধরনের ভিসা নিয়ে রোমানিয়া যেতে পারেন| আমার সাধ্যমত সব ধরনের সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি এর মধ্যে যদি কোন ভুল অথবা কোনো তথ্য দিতে বাদ পড়ে যায় দয়া করে ধরিয়ে দেবেন।
ধন্যবাদ সবাইকে |
আরো দেখে আসতে পারেনঃ
লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০২২ |
আমি রোমানিয়ায় কাজের ভিসায় যেতেচাই। আপনাদের সাথে কিভাবে কনট্রাক করবো।
এটা আমার ফোন নাম্বার ০১৯৮৩০২১৭১৯।|
electrical
এটা আমার ফোন নাম্বার ঃ০১৯৮৩০২১৭১৯
Pingback: আলবেনিয়া ভিসা ২০২২ - Trick Services
Pingback: রোমানিয়া ভিসা আবেদন ২০২২ - Tech details
Pingback: আর্মেনিয়া ভিসা ২০২৩ - Trick Services
[email protected]
Pingback: সৌদি আরব ভিসা ২০২৩ - Trick Services