Skip to content

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ।ই-পাসপোর্ট চেক ২০২২

আপনি কি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান |অথবা আপনি যদি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে পাসপোর্ট অফিসে জমা দেয়ার পর পাসপোর্ট চেক করার অবশ্যই প্রয়োজন হয়।

কারণ অনেক সময় পাসপোর্ট আসতে অনেক সময় লাগে| এবং কোন সময় ২১ দিনের ভিতরে এসে যায়। তাই পাসপোর্ট চেকিং করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়েদেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Passport BD online,অনলাইন তবে সর্বপ্রথম এ সম্পর্কে কিছুটা ধারনা দেয়া প্রয়োজন। যেমন পাসপোর্ট কি? পাসপোর্ট চেক কিভাবে করবেন 2022 সালে ,চলুন তাহলে শুরু করা যাক।

পাসপোর্ট কি

পাসপোর্ট  এক ধরনের ভ্রমন নথি যা  মুলত একটা দেশের সরকার কর্তৃক জারি করা হয়| এছাড়া এটা যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে  বাহকের জাতীয়তা বহন করে | পাসপোর্টে সাধারনত বাক্তির নাম,ছবি, ঠিকানা, জাতীয়তা , ইত্যাদি বিষয় উল্লেখ থাকে|

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

এর জন্য প্রথমে আপনার মেসেজ অপশনে জান| এবং টাইপ করুন MRP এবং স্পেস Enrolment ID Number টি দিন| এবং সবশেষে পাঠিয়ে দিন 6969 ওই নাম্বার | কিছু সময় অপেক্ষা করলে ফিরতি মেসেজে আপনার পাসপোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পাবেন|

উদাহরণঃ MRP   Enrolment id number(24584558) send to 6969  |

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করার জন্য প্রথমে ভিজিট করুন https://www.epassport.gov.bd/ এই লিংকে| এরপরে মেনুবার থেকে Check Status অপশনে ক্লিক করুন| এ পর্যায়ে আপনার সামনে একটি পাসপোর্ট চেক করার ফরম চলে আসবে| এখানে আপনার Online Registartion ID অথবা Application ID দিয়ে সঠিক জন্ম তারিখ প্রদান করুন|

এবং ‘I am Human’  অপশনে ক্লিক দিয়ে চেক বাটনে ক্লিক করলেই আপনার পাসপোর্ট এর যাবতীয় ইনফর্মেশন দেখতে পাবেন|আরো ভালভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন|

প্রথম ধাপঃপ্রথমে আপনাকে এই  https://www.epassport.gov.bd/ লিংকে ভিজিট করতে হবে|ভিজিট করার পর নিচের মত একটি ইন্টারফেস আপনাদের সামনে  আসবে|

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

দ্বিতীয় ধাপঃ এরপর মেনুবার থেকে চেক স্ট্যাটাস Check Status অপশনে ক্লিক করুন| এবং ক্লিক করার পর নিচের মত একটি  পেইজ আসবে|

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

তৃতীয় ধাপঃ এবং এই পর্যায়ে প্রথম ঘরে Online Registartion ID/Application IDদিতে হবে| এটি আপনার পাসপোর্ট অথবা আবেদনপত্রে  এই নাম্বার পাবেন| এবং যদি পাসপোর্ট চেক করতে চান তার নাম্বার প্রদান করুন| এবং জন্মতারিখ প্রদান করুন    DD/ MM /YYYY আই ফরমেটে| এবং ‘I am Human’ অকশনের টিক মার্ক  দিন| সবশেষে চেক বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন

পাসপোর্ট করতে কত টাকা লাগবে

পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে সেটা একান্তই নির্ভর করে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে চান এবং মেয়াদ ডেলিভারির  সময় এর উপর নির্ভর করে পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে|

পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা ডেলিভারি সময় এবং খরচ
৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট Regular: ৪০২৫ টাকা

Express: ৬৩২৫ টাকা

Super express:৮৬২৫ টাকা

৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট Regular:৫৭৫০টাকা

Express: ৮০৫০ টাকা

Super express:১০৩৫০ টাকা

৪৮ পৃষ্ঠার ১০বছর মেয়াদি পাসপোর্ট Regular:৫৭৫০টাকা

Express: ৮০৫০ টাকা

Super express:১০৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্ট Regular:৮০৫০টাকা

Express:  ১০৩৫০ টাকা

Super express: ১৩৮০০টাকা

পাসপোর্ট হয়েছে কিনা

ই পাসপোর্ট হয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে হবে |

ই-পাসপোর্ট এর মাধ্যমে আপনার পাসপোর্ট ডেলিভারি চেক করতে পারেন পাসপোর্ট এর বর্তমান অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম যেমন পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবর্তন হয়ে থাকে সব কার্যক্রম শেষ হলে নিকটস্থ পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন

See more

মোবাইলে দেয়া যাবে পাসপোর্ট ফি 2022 |

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করব

পাসপোর্ট অফিস থেকে যে আইডি নাম্বার দিয়েছে সেটা নিয়ে আপনাকে অবশ্যই জেলার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে |পাসপোর্ট অফিসে গিয়ে তাদের কাছে আইডি নাম্বার দিন এবং তারা আপনার সত্যতা যাচাই করে আপনাকে নতুন একটি ডকুমেন্ট বা স্লিপ দিবে আপনার পরবর্তী পাসপোর্ট কালেক্ট করতে সাহায্য করবে |

আর আপনার পাসপোর্ট নাম্বার আবার আইডি নাম্বার মনে না থাকলে তাহলে আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে জেলা পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন |আপনার পাসপোর্ট স্লিপ নাম্বারে ডেলিভারি টাইম এর আগে একটি এসএমএস আসবে আসবে সেটা নিয়ে অবশ্যই জেলা অফিস এর কার্যালয়ে যোগাযোগ করতে হবে |এবং আপনার নতুন আইডি নাম্বার সংশোধন করতে হবে

পাসপোর্ট ডেলিভারি চেক

পাসপোর্ট ডেলিভারি স্লিপে পাসপোর্ট ডেলিভারি তারিখ উল্লেখ থাকে কিন্তু এই পাসপোর্ট এর ক্ষেত্রে উল্লেখ থাকলেও কারো একজনের মধ্যে এবং অনেক এক মাসের মধ্যে এমনকি এক্সপ্রেস ডেলিভারি যে পাসপোর্টে রয়েছে ই-পাসপোর্ট হচ্ছে সেটা পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে দূরের পাওয়া যায়|

1 thought on “পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ।ই-পাসপোর্ট চেক ২০২২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *