অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম মূলত আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বাস টিকেট কেটে থাকি | কিন্তু অনেক সময় হাতে সময় থাকে না বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার জন্য | আপনি চাইলেই ঘরে বসে খুব সহজে অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন সেটা যে কোন পরিবহনে হোক না কেন| যে কোনো বাস পরিবহনের টিকিট অনলাইনে কাটা সম্ভব| কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটা যায় আজকের এই পোস্টের মাধ্যমে আমরা বিস্তারিত জানব|
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম
আপনি যদি অনলাইনে বাসের টিকিট কাটা নিয়ে বিভ্রান্তিতে পড়েন তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য| তার জন্য অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি পড়তে হবে| আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবো অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন এবং কিভাবে বাসের টিকিট কাটবেন ভাড়া কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানব|
বাসের টিকেট কিনতে এখানে ক্লিক করুন
অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস
অনলাইনে বাসের টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে একটি অনলাইন অ্যাপস ব্যবহার করতে হবে| অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হয় চলুন জেনে নেয়া যাক|
- প্রথমত আপনার একটি স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে |
- মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে (Sohoz-Buy Bus Ticket)এটি লিখে সার্চ করুন|
- এখন ইনস্টল বাটনে ক্লিক করুন কিছু সময় অপেক্ষা করলেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে|
কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটবেন
- অনলাইনে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে সহজ অ্যাপস টি ডাউনলোড করে নিতে হবে| এরপর অ্যাপস টি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে | Image1
- এখন বাসের টিকিট কাটার জন্য (“From”) অপশন যে ঠিকানা থেকে রওনা করতে চান সেটি সুন্দরভাবে লিখুন| এরপরে “To” স্থানে কোথায় যেতে চান সেটি উল্লেখ করুন|
- অনলাইনে বাসের টিকিট কাটার জন্য এখন আপনাকে অবশ্যই সঠিক তারিখ দিতে হবে|
- সব তথ্য সঠিকভাবে দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন| ক্লিক করার পড়ে আপনি সব পরিবহনগুলোর টিকিট কাটার জন্য অপশন পাবেন| এখান থেকে আপনি আপনার পছন্দমত পরিবহন সিলেক্ট করে অনলাইনে বাসের টিকিট কেটে নিতে পারবেন|
শ্যামলী পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে সহজ একটি ডাউনলোড করে নিতে হবে| এবং ডাউনলোড করার পরে সহজ অ্যাপ টি ওপেন করুন| এখন আপনার বর্তমান স্থানের নাম উল্লেখ করুন| আপনি কোন স্থানে যেতে চান সেই স্থানটি ও লিখুন| আপনি কোন সময় যাত্রা শুরু করতে চান সেটি সুন্দরভাবে লিখুন| সব তথ্য সঠিকভাবে দিতে পারলে সার্চ বাটনে ক্লিক করলে আপনার গন্তব্য এবং তারিখ অনুযায়ী সকল বাসের লিস্ট চলে আসবে| এখন আপনি খুব সহজেই এখান থেকে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কেটে নিতে পারেন|
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
আপনি যদি শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম পড়ে থাকেন| তাহলে উপরের পদ্ধতি অনুসরণ করে এবং হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে পারবেন| তবে অবশ্যই আপনাকে দৃষ্টি রাখতে হবে যেন কোন ধরনের ইনফরমেশন ভুল না হয়| উপরের তথ্য ধারা খুব সহজেই আমরা হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে পারি|
সাকুরা পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
সাকুরা পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নিতে হবে| এবং কোন স্থান থেকে কোন স্থানে যেতে চান সেটি সঠিক ভাবে লিখে এবং কোন সময় যাত্রা করবেন সেটি উল্লেখ করে সার্চ বাটনে ক্লিক করুন| আপনি আপনার তথ্য সঠিক দিয়ে থাকলে আপনার সামনে টিকিট কাটার তারিখ অনুযায়ী আপনার সামনে বাসের লিস্ট চলে আসবে এবং খুব সহজেই সাকুরা পরিবহন টিকিট কেটে নিতে পারেন|
কল সেন্টারে কল দিয়ে বাসের টিকিট কাটার নিয়ম
অনলাইন ছাড়াও কল সেন্টারে ০৯৬১৩১০১০১০ নম্বরে ফোন করেও বুকিং নিশ্চিত করতে পারেন। আর এক্ষেত্রে মূল্য পরিশোধের সু ব্যবস্থা রয়েছে ক্যাশ, মোবাইল-ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ উপায়, অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।
প্রয়োজনীয় টিকিট সরবরাহ করা হয় এসএমএস-এর মাধ্যমে অথবা নাম মাত্র সার্ভিস চার্জে সরাসরি গ্রাহকের কাছে পেপার টিকিটে পৌঁছে দেওয়া হয়।
অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা
অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা অনেক| কারণ এক্ষেত্রে আপনার কোন প্রকার ঝামেলায় থাকে না | কারণ ঘরে বসেই অনলাইনে মুহূর্তে টিকিট কাটা যায়| এর জন্য আপনাকে বাড়তি সময় দিতে হয় না| বাসের টিকিট কাটার জন্য যাত্রীরা প্রায় সবসময়ই চিন্তিত থাকেন যে কিভাবে ট্রাফিক পেরিয়ে বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটবেন| অনলাইনে টিকিট কাটার মাধ্যমে এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব| কিন্তু আপনি এত সময় ট্রাফিক পেরিয়ে বাস কাউন্টারে গিয়ে দেখতে পান যে টিকিট নেই তখন আর ভোগান্তির শেষ থাকে না| তাই অনলাইনে বাসের টিকিট কাটার গুরুত্ব বা সুবিধা অনেক |
অনলাইনে বাসের টিকিট কাটার জন্য চার্জ কত?
শহরের যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজ থেকে অনলাইনে বাসের টিকিট কাটতে পারি| কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে কিছু বাড়তি চার্জ দিতে হবে| শ্যামলী পরিবহন অনলাইন টিকেট, হানিফ পরিবহন অনলাইন টিকেট সাকুরা পরিবহন অনলাইন টিকেট, ইত্যাদি যেকোনো পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য আপনাকে মাত্র 20 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে| এতে সময় শ্রম দুটিই বাঁচাতে পারেন| অনলাইনে বাসের টিকিট কাটার মাধ্যমে সময় অপচয় রোধ করা যায়| সময়ের মূল্য অনেক তাই আমরা আজ থেকে অনলাইনে বাসের টিকিট কাটার চেষ্টা করব|
আজকের পোস্ট নিয়ে আমাদের শেষ কথা
আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হয়েছেন| আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের উপকারে আসার জন্য| আমার লেখার মধ্যে যদি কোন প্রকার ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন| উপরের পদ্ধতিগুলোর অনুসরণ করে আমরা খুব সহজেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারি ও নিরাপদ যাত্রা শুরু করতে পারি|
ধন্যবাদ সবাইকে|