Skip to content

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম জন্ম নিবন্ধন দেশের প্রতিটি নাগরিকের তৈরি করা বাধ্যতামূলক। বর্তমানের প্রতিটি জন্ম নিবন্ধন অনলাইন করা থাকলেও, পুরনো আগের জন্ম নিবন্ধন গুলো বেশিরভাগই অনলাইনে লিপিবদ্ধ নেই।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

যার কারণে ওই নাগরিকরা দেশের বিভিন্ন ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকার প্রতিটি জন্মনিয়ন্ত্রনকে ডিজিটাল বা অনলাইন করা বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে বুঝবো আমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কিন|

জন্ম নিবন্ধন কি ?

একটি শিশুর মৌলিক অধিকার একটি শিশুর জন্ম গ্রহণের পর তাকে অবশ্যই সরকারের নির্দেশ মোতাবেক জন্ম নিবন্ধন করতে  হবে| জন্ম সনদ আইন মোতাবেক প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে| জন্ম  নিবন্ধন কে মূলত তথ্য ও পরিচয়পত্র বলে গণ্য করা যায়|

জন্ম নিবন্ধন কি কাজে ব্যবহার করা হয়

আপনাকে একটি দেশে বসবাস করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে| তা না হলে আপনি দেশের নাগরিক বলে গণ্য হবেন না| আমরা বিভিন্ন সরকারি বেসরকারি খাতে জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে| শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে শিক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত প্রায় সব ধরনের কাজে জন্ম নিবন্ধন সনদ দরকার হয়| এছাড়া প্রতিটি কোন   না কোন কাজে জন্ম নিবন্ধন সনদ পত্রের দরকার হয়| যেসব কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন নিচে উল্লেখ করা হলো| যেমন

  •  স্কুলে ভর্তির জন্য
  •  জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য
  •  ভোটার তালিকা প্রণয়নের জন্য
  •  ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  •  বিবাহ  নিবন্ধনের ক্ষেত্রে
  •  সরকারি বেসরকারি চাকরির
  • পাসপোর্ট তৈরির ক্ষেত্রে
  • ট্রেড লাইসেন্স
  • ব্যাংকে হিসাব খুলতে
  • জমি  রেজিস্ট্রেশন করতে গেলে| ইত্যাদি কাজে আজকাল আমরা জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে|

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক

জন্ম নিবন্ধন করার পরে সেটি সঠিক হয়েছে কিনা তা যাচাই বা চেক করার প্রয়োজন হয়| জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বা চেক করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়| যেসব নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন চেক করতে হয় চলুন জেনে নেয়া যাক|

  • প্রথমে ব্রাউজার সিলেক্ট করে নিন |
  • সার্চ বাটনে গিয়ে (everify.bdris.gov.bd) লিখে সার্চ করুন|
  • এখন আপনাদের সামনে জন্ম নিবন্ধন তথ্য একটি ওয়েবসাইট চলে আসবে|
  • আপনার সিলেটে থাকা 17 ডিজিটের নাম্বারটি জন্মনিবন্ধনের খালি ঘরে দিন|
  • শিল্পে থাকা জন্মতারিখ সঠিকভাবে খালি করে দিন|
  • সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন|
  • আপনার  ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন (উদাহরণ- 19860915428117351)। Date of Birth এই বক্সে জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন চেক YYYY MM DD । এরপর নিচের ক্যাপচাটি পূরণ করুন। নিচের বাম পাশের Search বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

আপনি যদি জন্ম নিবন্ধন  চেক  করতে চান  কিন্তু কিভাবে  চেক  করবেন জানেন না তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য| জন্ম নিবন্ধন বিভিন্ন পদ্ধতিতে চেক করা যায় অনলাইনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে জন্ম তারিখ দিয়ে ইত্যাদি ভাবে আমরা জন্ম নিবন্ধন  চেক করতে পারি| মূলত জন্ম নিবন্ধন  চেক করা খুবই সহজ কাজ| আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে সহজেই নিজের জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন| কিভাবে জন্ম নিবন্ধন  চেক  করবেন বিস্তারিত আলোচনা করা  হলো|

 

অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফাই করার নিয়ম:

১. প্রথমে আপনার আয় এই লিঙ্কে চলে যান (https://everify.bdris.gov.bd/)

 

আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা কিভাবে চেক করবেন? অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদনকারীদের জন্য কিছু কথা

২. লিংকে যাওয়ার পরে, প্রথম বক্সে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিন (আপনার জন্ম নিবন্ধন নাম্বার যদি ১৭ সংখ্যার কম হয়, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি ১০০% নিশ্চিত থাকেন যে অনলাইন করা নেই)।

৩. তারপরে আপনার জন্ম সাল, জন্ম মাস ও জন্ম তারিখ টি দিন (জন্ম নিবন্ধন অনুযায়ী)।

উদাহরণ: ২০০০-০৩-১১

৪. তারপরে নিচে দেখানো যোগ বা বিয়োগ ফলটি বক্সে বসিয়ে দিন (আপনার সময় অন্য আরেকটি যোগ বা বিয়োগ আসতে পারে)।

৫. তারপরে “Search”বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার জন্ম নিবন্ধনের তথ্য গুলো অনলাইনে দেখতে পাবেন।

আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা কিভাবে চেক করবেন? অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদনকারীদের জন্য কিছু কথা

আর যদি আপনার জন্ম নিবন্ধনের তথ্য গুলো অনলাইনে না আসে বা Not found দেখায়, সেক্ষেত্রে বুঝবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করার নেই।

আপনি আপনার জন্ম নিবন্ধন টি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা কাউন্সিলর অফিস থেকে অনলাইন করে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজের জন্ম নিবন্ধন টি নিজেই অনলাইন করতে পারবেন।

এক্ষেত্রে আপনি “নতুন নিবন্ধনের আবেদন” অপশনে ক্লিক করে, প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেটার একটা প্রিন্ট কপি সহ অন্যান্য জরুরী কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা কাউন্সিলর অফিসে গিয়ে নির্দিষ্ট ফি সহ জমা দিয়ে আসুন।

নাম ও মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক

অনলাইনে নাম্বার মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না| যখন জন্ম নিবন্ধন আবেদন করা হয় তখন মূলত আপনার নাম এবং মোবাইল নাম্বার আপনার তথ্য হালনাগাদ করার জন্য নেয়া হয়| যাতে কোনো ভুল তথ্য হলে আপনাকে কল করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে| তাই বলা যায় না মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না|

ডিজিটাল জন্ম নিবন্ধন চেক

জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা কিভাবে চেক করবেন

আমরা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা তা যাচাই করার প্রয়োজন বোধ করি|  আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা বা জন্ম নিবন্ধন   কোন ভুল ত্রুটি আছে কিনা তা যাচাই করা প্রয়োজন হয়|  আপনি চাইলে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করে ডাউনলোড করতে পারবেন| অনেক সময় 17 ডিজিট বারো ডিজিট জন্ম নিবন্ধন নাম্বার দিও সার্চ করলেও (NO RECORD FOUND )আসতে পারে| তার  2 দুটি কারণ হতে পারে| 

প্রথমতঃ আপনার জন্ম নিবন্ধন তথ্য ভুল হতে পারে বা জন্মতারিখ ভুল হতে পারে|

দ্বিতীয়তঃ  আপনার  01/01/2001  এরপূর্বে অথবা আপনার তথ্যগুলো হাতে লেখা যা  অনলাইনে ডাটাবেস অন্তর্ভুক্ত হয়নি| এসব সমস্যাগুলো সমাধানের উপায় হলো আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে |

জন্ম নিবন্ধন তথ্যে ভুল থাকলে কিভাবে  সংশোধন করতে হয়

আপনার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হলে পুনরায় একবার চেক করে নিবেন| আর কোন প্রকার ভুল থেকে থাকে যেমন জন্ম নিবন্ধনে তারিখে ভুল, জন্ম নিবন্ধন এর নাম্বার ভুল ইত্যাদি কারণে জন্ম নিবন্ধন তথ্য ভুল হতে পারে| আপনার তথ্যে কোন প্রকার ভুল থাকলে অবশ্যই তাড়াতাড়ি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে|

See more

 জন্ম নিবন্ধনের জন্য আবেদন 2022

নতুন জন্ম নিবন্ধন আবেদন কারীদের জন্য কিছু কথা

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

যারা অনলাইনের মাধ্যমে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করেছেন তারা আপনাদের অনলাইন কপি প্রিন্ট করে সাথে অন্যান্য জরুরী কাগজপত্র নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা কাউন্সিলর অফিসে গিয়ে জমা দিয়ে আসুন।

এক্ষেত্রে আপনাকে কিছু ফি দিতে হবে। আর সব সময় আপনার জন্ম নিবন্ধনের খোঁজখবর রাখবেন। তা না হলে অফিসের লোকেরা আপনার জন্ম নিবন্ধন এর কাগজ দিয়ে ফেলে রেখে দিবে। সম্ভব হলে সেখানকার কারো নাম্বার নিজের কাছে রেখে দিন। এতে করে আপনার জন্ম নিবন্ধন এর খোঁজখবর সহজেই পেতে পারেন।

আপনার যদি জন্ম নিবন্ধন টি জরুরী প্রয়োজন হয়, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নিয়ে কাজ করে এমন কাউকে দিয়ে আপনি খুব তারাতারি করিয়ে নিতে পারবেন। তবে আমি এটা সাজেস্ট করবো না। কারণ এতে আপনার অনেক বেশী খরচ হতে পারে।

আর যদি কাজ করান ও, সেক্ষেত্রে পুরো টাকা কখনই আগে দিবেন না, তা না হলে পরবর্তীতে ধোঁকা খাবেন। আগে জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পরে, টাকা দেওয়ার চেষ্টা করবেন।

সাবধানতা

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

এমন কোন দালালের ফাঁদে পড়বেন না যারা আপনার কাজ তো করেই দিবেনা, উল্টো আপনার তথ্য দেয়নি কাজে ব্যবহার করবে।

অনলাইনে অনেক দালাল রয়েছে যারা আপনাকে কম সময়ে জন্ম নিবন্ধন করে দিবে বলে আপনার থেকে প্রচুর পরিমাণে টাকা চাইবে। তাদের থেকে অবশ্যই দূরে থাকাই উত্তম।

আপনার যদি বেশি জরুরি না হয়, সেক্ষেত্রে আমি বলব আপনি অনলাইনে নিজে নিজের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন। তাহলে আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবেন।

জন্ম নিবন্ধন বিষয়ে প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ নাম দিয়ে জন্ম তথ্য চেক করা যায়?

উত্তরঃ কথাটি সম্পূর্ণ ভুল. নাম দিয়ে কখনই জন্ম নিবন্ধন তথ্য চেক করা সম্ভব নয়|

প্রশ্নঃ জন্ম নিবন্ধন   তথ্য চেক যাচাইয়ের লিংক?

উত্তরঃ লিঙ্কের জন্য এটি ফলো করুন  (ever ify.bdris.gov.bd )

প্রশ্নঃ জন্ম নিবন্ধনের জন্য কোন অ্যাপস আছে কি?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধনের জন্য অ্যাপস আছে।| তা হল ( জন্ম তথ্য যাচাই ও নিবন্ধন)Play store  দিলেই পেয়ে যাবেন|

আশা করি আজকের পোষ্টটি আপনাদের অনেক কাজে লাগবে। দেখা হবে পরবর্তী কোন একটি পোস্টে। 

ধন্যবাদ সবাইকে

জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

1 thought on “জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম”

  1. Pingback: জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *