অনেকের মনে প্রশ্ন জাগে বেলারুশ কাজের ভিসা কিভাবে পাব বা বেলারুশ ভিসা বর্তমানে খোলা আছে কিনা তাদের জন্য আজকের এই ব্লগ। যারা বিভিন্ন দেশে কাজ করতে যেতে চান তাদের পছন্দের দেশ বেলারুশ হতে পারে | বাংলাদেশ-ভারত, নেপাল ,ভুটান ,পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে যে সকল কাজের ভিসা পাওয়া যায় তার মধ্যে অন্যতম দেশ বেলারুশ |
সবচেয়ে বড় কথা হল বর্তমানে বেলারুশ সব ধরনের ভিসা চালু আছে | তাই যারা বেলারুশ কাজের ভিসা নিয়ে যেতে চান তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক সময় হতাশ হয়ে পড়েন | তাদের জন্য বেলারুশ কাজের ভিসা ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ।
- ওমান ভিসা ২০২২ | ওমান ওয়ার্ক পারমিট ভিসা
- আর্মেনিয়া ভিসা ২০২২
- ইউরোপের যে দেশগুলোর ভিসা সহজে পাওয়া যায়
বেলারুশ কাজের ভিসা
বর্তমানে প্রায় সব ধরনের কাজের ভিসা খোলা রয়েছে তবে বেলারুশের কাজের ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হবে। এবং আপনি কোন কাজের জন্য বেলারুশে যেতে চান তার জন্য অবশ্যই এই দেশ থেকেই বিভিন্ন কোম্পানিতে কাজের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে। তবে যারা বেলারুশ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করতে চান তাদের কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হবে এবং অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে | এছাড়া যারা বেলারুশ চুক্তিভিত্তিক কাজ করতে চান তারা চাইলে যুক্তিভিত্তিক কাজ করতে পারবেন।
বেলারুশ দেশ কেমন
বেলারুশ দেশটি প্রায় এক তৃতীয়াংশ হ্রদ ও জল ভূমিতে পূর্ণ একটি সমতল ভূমি বেলারুশ | মধ্যপূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত প্রজাতন্ত্র | সরকারী নাম হল বেলারুশ প্রজাতন্ত্র |দেশটির বৃহত্তম নগরী ও রাজধানীর নাম মিন্স্ক । সরকারি ভাষা বেলারুশীয় |
দেশটির স্বাধীনতা স্বীকৃতি পায় ২৬ শে ডিসেম্বর ১৯৯১ সালে |মোট আয়তন ২০৭৫৯৫ কিলোমিটার বা (৮০১৫৩ মাইল) (৮৫ তম)
বেলারুশ কাজের ভিসার ধরন
বর্তমানে বেলারুশ প্রায় সব ধরনের কাজের বিষয় খোলা রয়েছে | আপনি চাইলে যে কোন কাজের ভিসা নিয়ে সেখানে যেতে পারেন । বেলারুশ দেশে গিয়ে আপনি যেসব কাজ করতে পারবেন |যেমন
- নির্মাণ শ্রমিক
- হোটেল রেস্টুরেন্ট
- ফ্যাক্টরি এবং
- মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন।
এছাড়া অনেক ধরনের কাজ রয়েছে এসব কাজ করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না তবে যারা বেলারুশ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করতে চান তাদের অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে।
বেলারুশ যাওয়ার উপায়
অনেকেই ভাবছেন কিভাবে বেলারুস যাবেন চিন্তার কোন কারণ নেই | আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বেলারুশ ভিসা নিয়ে যাবেন |কিভাবে ভিসা নিয়ে বেলারুশ যাবেন সেই উপায়গুলি আলোচনা করা হল |
অনলাইনের আবেদন এর মাধমে বেলারুশ যাওয়ার উপায়:
প্রথমত আপনি নিজে অনলাইনের মাধ্যমে বেলারুশ বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে পারবেন | এবং সেখানে কাজ পেয়ে গেলে আপনি খুব সহজে বেলারুশ ভিসা নিয়ে যেতে পারেন।
সরকারিভাবে বেলারুশ যাওয়ার উপায়:
বেলারুশ যেতে হলে অবশ্যই আপনাকে সেই দেশের যেকোনো কাজের ইন্টারভিউতে টিকতে হবে এবং Appointment Letter নিয়ে সেই দেশে পাড়ি জমাতে হবে।
এজেন্সির মাধ্যমে বেলারুশ যাওয়ার উপায়:
বাংলাদেশ থেকে খুব সহজেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে বেলারুশ যেতে পারবেন। তবে অবশ্যই যে এজেন্সির মাধ্যমে বেলারুশ ভিসার জন্য passport এবং টাকা জমা দিবেন সেই এজেন্সি সম্পর্কে আগে থেকেই ভালো করে জেনে নিয়ে তারপরে টাকা জমা দিবেন | এবং বেলারুশ যাওয়ার জন্য ভাববেন।
বেলারুশ যেতে কত টাকা লাগে
বেলারুশ যেতে কত টাকা লাগে সেটা সঠিকভাবে বলা সম্ভব না | কারণ আপনি কোন কাজ নিয়ে বা কোন ভিসা নিয়ে বেলারুশ যেতে চান সেটা শুধু আপনার উপরে নির্ভর করবে। ভিসার ধরন হিসেবে একক রকম টাকা লেগে থাকে | তবে প্রায় সব ধরনের কাজের ভিসার ক্ষেত্রে যে খরচ হতে পারে তার একটি ধারণা দেয়া যায়। যারা বেলারুশ কাজের ভিসা নিয়ে পাড়ি জমাতে চান তাদের মোট ৫,৫০,০০০-৬,০০,০০০ টাকার মত।
বেলারুশ কোন কাজের চাহিদা বেশি
বেলারুশের প্রায় সব ধরনের কাজের চাহিদা রয়েছে । তবে সবচাইতে যেসব কাজের চাহিদা বেশি তাহলেো শিল্প কলকারখানা কৃষিখাত। বেলারুশ দেশটিতে প্রচুর পরিমাণে কৃষিখাত খাতে লোক নিয়োগ দেয়া হয়। বেলারুশের সবচাইতে কাজের চাহিদা বেশি হলো কৃষিখাতে।
বেলারুশ কাজের ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে
বেলারুশ ভিসার জন্য কি কি ডকুমেন্ট Mandatory বা কোন কোন Requirement গুলো পূরণ করলে বেলারুশ কাজের ভিসা পেতে পারেন আজকে আমি আপনাদেরকে জানাবো।যেমন
পাসপোর্টঃ বেলারুশ যেতে হলে অবশ্যই আপনার একটি Valid পাসপোর্ট থাকতে হবে যেটির মেয়াদ এক বছরের বেশি থাকতে হবে।
সদ্য তোলা ছবিঃ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে | অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং ছবির সাইজ হবে 35×45mm।
অভিজ্ঞতাঃ কোন কাজের প্রতি দক্ষতার সার্টিফিকেট থাকলে সেটি সাবমিট করতে হবে | এবং এর আগে যদি কোন কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে তার অভিজ্ঞতা পত্র থাকতে হবে।
CV /Bio Data: অবশ্যই সিভিটি আকর্ষণীয় হতে হবে | কন Certificate/কাজের দক্ষতা থাকলে CV তে উল্লেখ করতে হবে| বেলারুশ ভিসা পাওয়ার জন্য CV The most importance.
Cover Letter: যেসব কোম্পানিগুলোতে কাজের ভিসা পাওয়ার জন্য আবেদন করবেন সেসব কোম্পানিকে মেনশন করে একটি Cover letter তৈরি করবেন ।
এবং Cover Letter অবশ্যই উল্লেখ করবেন কেন আপনি ওই কোম্পানিতে জয়েন করতে চান | এবং কি কি সার্ভিস দিতে পারবেন সকল বিষয়ে বিস্তারিত।
এসব কাগজপত্র বা ডকুমেন্টস থাকলে খুব সহজে আপনি বেলারুশ যেতে পারবেন।
ভিসা সম্পর্কিত পোস্ট
উত্তরঃ হ্যাঁ বর্তমানে বেলারুশ সব ধরনের কাজের ভিসা চালু রয়েছে | বিস্তারিত পড়ুন|
না বেলারুশে একটি নন সিজনাল দেশ | বিস্তারিত পড়ুন|
হ্যাঁ অবশ্যই বেলারুশ কাজের ভিসার জন্য অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিস্তারিত পড়ুন|
হ্যাঁ অবশ্যই ব্ল্যাক লিস্ট থেকে সিজনাল দেশগুলোতে যাওয়া যায় তবে অবশ্যই একটি নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত বেলারুশে কাজ করতে হবে | বিস্তারিত পড়ুন|
nice
ধন্যবাদ আপনাকে।