ভিপিএন (VPN) কি ভিপিএন শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন কাজে ভিপিএন ব্যবহার করি। অনেকে মনে করেন ভিপিএন শুধুমাত্র খারাপ কাজে ব্যবহৃত হয়।
ভিপিএন (VPN )কি? ভিপিএন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি, এই ধরনের প্রশ্ন অনেকেরই মনে আসে। আজকের পোস্ট এর মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব।
ভিপিএন এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যেটার মধ্যে থেকে আপনি খুব সহজেই একটি সাইট অ্যাক্সেস করতে পারেন। তাহলে চলুন ভিপিএন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিন|
ভিপিএন (VPN) কি?
VPN এর পূর্ণরূপ হলো Virtual Private Network।সাধারণভাবে কোন ওয়েবসাইটে যদি আপনাকে ব্লক করা হয়, তাহলে আপনি ভিপিএন ব্যবহার করে সে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন।আপনি যদি ভিপিএন সম্পর্কে জানতে চান তাহলে আজকে রাতে করার মাধ্যমে খুব সহজেই ভূতের সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন| এর জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি ভালো করে পড়তে হবে| ভিপিএন (VPN) কি? ভিপিএন কিভাবে কাজ করেএই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো|
ভিপিএন এর প্রকারভেদ
- ফ্রি ভিপিএন (VPN)
- পেইড ভিপিএন(VPN)
ফ্রি ভিপিএন(VPN) কিভাবে কাজ করে
গুগল প্লে স্টোর এবং অ্যাপলের প্লে স্টোর সহ সকল অ্যাপ স্টোরে, যে সব ভিপিএন গুলো ফ্রিতে ব্যবহার করা যায় সে গুলোকে ফ্রি ভিপিএন বলা হয়।
এই ধরনের ভিপিএন গুলোতে মূলত কিছু আইপি ফ্রি করে দেওয়া হয়। সে আইপি গুলো তাদের ইউজাররা কোন প্রকার টাকা খরচ না করে ব্যবহার করতে পারে। তবে এই ধরনের ভিপিএন গুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ফ্রি ভিপিএন(VPN) এর সুবিধা
- ফ্রি ভিপিএন ব্যবহার করতে গেলে কোন টাকা খরচ করতে হয় না।
- সহজ ইন্টারফেস হওয়ায়, সহজেই ব্যবহার করা যায়।
- নিরাপদ তথ্য স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| অনেক সময় আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা ডাটা প্যাক সার্ভার থেকে অন্য সার্ভারে শেয়ার করে থাকে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিপিএন ব্যবহার করতে হয়|
- অনেক সময় অবস্থান ট্র্যাক করার জন্য ভিপিএন ব্যবহার করা হয় ভিপিএন সার্ভার বলে মূলত ইন্টারনেটের মাধ্যমে প্রক্সি হিসেবে কাজ করে| অনেক সময় পেজের মাধ্যমে আপনার অবস্থান সম্পর্কে সঠিক আইডিয়া পাওয়া যায়|
ফ্রি ভিপিএন(VPN) এর অসুবিধা
যেহেতু ফ্রি ভিপিএন কোম্পানিগুলো আপনার থেকে কোন টাকা নিচ্ছে না, তাহলে বুঝে নেবেন এতে তাদের কোন স্বার্থ আছে।
- বেশিরভাগ ফ্রি ভিপিএন আপনাকে যে ফ্রী আইপি গুলো ব্যবহার করতে দেবে সেগুলো সুরক্ষিত হয় না।
- ফ্রি ভিপিএন কোম্পানিগুলো আপনার পার্সোনাল তথ্য সংগ্রহ করে অন্য কোম্পানি কে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা থাকে।
- ফ্রি ভিপিএন এর আইপি গুলো সুরক্ষিত না হওয়ায় আপনার লোকেশন ও ট্র্যাক করা সম্ভব।
- বেশি এড প্রদর্শন করে।
- উল্টাপাল্টা কোন কোম্পানির ফ্রি ভিপিএন ব্যবহার করলে, তারা আপনার ডিভাইসের কন্ট্রোল ও নিজের হাতে নিতে পারেন।
পেইড ভিপিএন(VPN) কিভাবে কাজ করে
যেসব ভিপিএন ব্যবহার করতে গেলে টাকা খরচ করতে হয়, সেসব ভিপিএন গুলোকে পেইড ভিপিএন বলে। পেইড ভিপিএন ব্যবহারের সুবিধা বেশি থাকে|আমাদের যে কোন কাজ করার জন্য যদি ভিপিএন ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই পেট ভিপিএন ব্যবহার করা উচিত| কারণ যদি ফ্রি থাকে তাতে অবশ্যই সম্পূর্ণ সুযোগ-সুবিধা পাওয়া যায় না| আর প্রিমিয়াম ভিপিএন এর মাধ্যমে আমরা বাৎসরিক সুবিধা ভোগ করতে পারব
পেইড ভিপিএন(VPN) এর সুবিধা
- পেইড ভিপিএন এর আইপি গুলো সুরক্ষিত হয়।
- অযথা কোন এড দেখায় না।
- পেইড ভিপিএন এর আইপি গুলো সহজে ট্র্যাক করা যায় না।
পেইড ভিপিএন(VPN) এর অসুবিধা
- পেইড ভিপিএন ব্যবহার করতে গেলে আপনাকে মাসিক বা বাৎসরিক চার্জ দিতে হবে।
- ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি এই ধরনের ভিপিএন কিনতে পারবেন না।
ভিপিএন(VPN) ব্যবহারে সর্তকতা
- ভিপিএন চালু থাকা অবস্থায় কখনোই আপনার পার্সোনাল কোন একাউন্টে প্রবেশ করবেন না (যেমন: ব্যাংক একাউন্ট, সোশ্যাল মিডিয়া একাউন্ট ইত্যাদি)। এতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে।
- আপনার সেনসিটিভ ফাইল বা তথ্য যে ডিভাইসে আছে সেই ডিভাইসের ভিপিএন ব্যবহার না করাই উত্তম। এতে করে আপনার ফাইলগুলো সুরক্ষিত থাকবে।
- ভিপিএন ব্যবহার করে কোন মার্কেট প্লেসের অ্যাকাউন্টে প্রবেশ করবেন না। তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
- যারা গুগল এডসেন্স নিয়ে কাজ করেন, তারাও ভিপিএন দিয়ে গুগল এডসেন্স এর সাথে জড়িত এমন কোন কাজ করবেন না। তাহলে কিন্তু আপনার এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে যাবে।
- ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একাউন্টে বারবার প্রবেশ করবেন না, এতে আপনার একাউন্ট ডিজেবল হতে পারে।
- ভালো কোম্পানির ভিপিএন ব্যবহার করবেন। এতে করে আপনার তথ্য সুরক্ষিত থাকার সম্ভাবনা বেড়ে যাবে
ভিপিএন (VPN) নিয়ে আমাদের শেষ কথা
আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিপিএন কি ভিপিএন কিভাবে কাজ করে মূলত আমরা এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম । ভিপিএন এর ভালো সাইট এবং খারাপ সাইট সম্পর্কে ও জানতে পারলাম| এবং ভিপিএন কিভাবে কাজ করে কোন প্রক্রিয়া অনুসরণ করে কাজ করলে ভালো হবে বা খারাপ হবে তাও জানতে পারলাম|
ধন্যবাদ সবাইকে |
বিস্তারিত জানুন কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়