Skip to content

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ,জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার| বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করে দিয়েছেন| একটা শিশু জন্ম নেওয়ার পর অবশই জন্ম নিবন্ধন করতে হবে| জন্ম নিবন্ধন করতে গেলে অনেক সময় ঝামেলার শেষ থাকে না| তাই ইন্টারনেট ব্যবহারের ফলে সববিষয় গুলোর খুব সহজ হয়ে গেছে ।|এখন যে কোন ব্যক্তি অনলাইনে খুব সহজে জন্ম নিবন্ধন পত্র সংগ্রহ করতে পারে|  |কিন্তু কীভাবে করবেন জানেন না |তাইলে আজকের কনটেন্টে আপনার জন্য|  আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে কিছু পদ্ধতি বা উপায় জানতে হবে| দয়া করে সাথে থাকুন কিভাবে খুব সহজেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন বিস্তারিত আলোচনা করা হলো|

জন্ম নিবন্ধনের জন্য আবেদন 2022

জন্ম নিবন্ধন কি ?

একটি শিশুর মৌলিক অধিকার একটি শিশুর জন্ম গ্রহণের পর তাকে অবশ্যই সরকারের নির্দেশ মোতাবেক জন্ম নিবন্ধন করতে  হবে| জন্ম সনদ আইন মোতাবেক প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে| জন্ম  নিবন্ধন কে মূলত তথ্য ও পরিচয়পত্র বলে গণ্য করা যায়|

See more  https://services.nidw.gov.bd/

জন্ম নিবন্ধন কি কাজে ব্যবহার করা হয়

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022

আপনাকে একটি দেশে বসবাস করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে| তা না হলে আপনি দেশের নাগরিক বলে গণ্য হবেন না| আমরা বিভিন্ন সরকারি বেসরকারি খাতে জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে| শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে শিক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত প্রায় সব ধরনের কাজে জন্ম নিবন্ধন সনদ দরকার হয়| এছাড়া প্রতিটি কোন   না কোন কাজে জন্ম নিবন্ধন সনদ পত্রের দরকার হয়| যেসব কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন নিচে উল্লেখ করা হলো| যেমন

 

  •  স্কুলে ভর্তির জন্য
  •  জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য
  •  ভোটার তালিকা প্রণয়নের জন্য
  •  ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  •  বিবাহ  নিবন্ধনের ক্ষেত্রে
  •  সরকারি বেসরকারি চাকরির
  • পাসপোর্ট তৈরির ক্ষেত্রে
  • ট্রেড লাইসেন্স
  • ব্যাংকে হিসাব খুলতে
  • জমি  রেজিস্ট্রেশন করতে গেলে| ইত্যাদি কাজে আজকাল আমরা জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে|

আরো দেখতে পাড়েন,ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করার নিয়ম ২০২২

আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আপনি ঠিক জায়গায়  এসেছেন| কিভাবে অনলাইন কপি ডাউনলোড করব চলুন বিস্তারিত জানা যাক| 

  • প্রথমে যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করে নিন
  • এখন  এটা লিখেONLINE BRIS  লিখে সার্চ করুন
  •  এখন দেখুন আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসছে| 
  •  জন্ম নিবন্ধন স্থানটিতে খালি ঘরে  17 ডিজিটের নাম্বারটি দিন|
  •  জন্মতারিখ  স্থানে সঠিক জন্ম তারিখ বসান
  •  এখন অনুসন্ধান টিতে ক্লিক করুন
  •  দেখুন আপনাদের সামনে জন্মনিবন্ধন ডাউনলোডের জন্য সকল তথ্য চলে আসবে|
  •  সবগুলো সঠিকভাবে যাচাই করে পুনরায় সাবমিট করুন বা অনুসন্ধান স্থানে ক্লিক করুন

আর আপনি যদি সঠিক তথ্য দিতে ব্যর্থ হন | তাহলে কোনোভাবেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন না|ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022

অনেক সময় তাড়াহুড়োর মধ্যে দিয়ে জন্ম নিবন্ধন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে.  পরবর্তী কোন ভুল  ধরা পড়লে কিভাবে আমরা খুব সহজে সংশোধন করতে পারি তা আজকে আমরা জানবো. আপনি যদি সঠিক পথ অবলম্বন করেন তাহলে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন সম্ভব| জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে| কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিচে দেয়া হল

  • প্রথমত জন্ম তথ্য সংশোধনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করুন| ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে| যা দেখতে এরকম হবে| 
  • এখন সঠিকভাবে জন্ম নিবন্ধন নম্বর স্থানে আপনার  17    ডিজিট এর সংখ্যাটি খালি ঘরে প্রবেশ করান|
  • সঠিক জন্ম তারিখটি প্রবেশ করান
  • এখন অনুসন্ধান ক্লিক করুন ক্লিক করার পরে আপনার জন্ম নিবন্ধন সনদ এর সকল তথ্য প্রদর্শন করবে
  • এরপর আপনার জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত সকল তথ্য দেখতে পারবেন| 
  • উপরে প্রদত্ত তথ্যগুলো দ্বারা আমরা খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন করতে পারি|

জন্ম  নিবন্ধন সংশোধনের অর্থ ও নিয়মাবলী

আমরা জন্ম নিবন্ধন সংশোধন তখনই  করি |যখন  জন্মনিবন্ধনের সনদ পত্রের কোন প্রকার সমস্যা দেখা দেয় | জন্ম নিবন্ধন ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করতে হবে|আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত ও নিয়মাবলী পদ্ধতি মেনে চলতে হবে|

  • আপনার মা-বাবা এর জন্ম নিবন্ধন নম্বর যদি না থাকে | এবং জন্মতারিখ যদি  01/01/2000 এরপূর্বে হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার সময় আপনার মা-বাবা এর নাম সংশোধন করে নিতে পারবেন 
  • জন্ম নিবন্ধন সংসদের মা-বাবা এর নাম সংশোধন করার প্রয়োজন হয় তাহলে মা-বাবা এর জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হবে |সে ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন সনদ না থাকলে অবশ্য জন্ম নিবন্ধন করে নিতে হবে

শেষ কথা

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022

ইন্টারনেটের যুগে মানুষ আজকাল অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে চায় না| তাই সবাই চাই কিভাবে খুব সহজে যে কোন সমস্যার সমাধান করতে| তাই বলা যায় আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যেকোনো সমস্যার সমাধান খুব সহজেই ইন্টারনেট থেকে নিতে পারেন| কেননা অনলাইন থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধনের সমস্যা সমাধান  করতে পারবেন|

আশা করি আপনারা আমাদের এই কনটেন্টে ধারা  সকল তথ্যগুলো সঠিক ভাবে পেয়ে যাবেন| যাতে করে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি অনায়াসেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন |

ধন্যবাদ সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *